১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

ইউএনএ ডেস্ক
- আপডেট: ০৮:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / 16
হাইকোর্ট। ফাইল ছবি
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ঠিক করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওইদিন এ বিষয়ে শুনানি হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। বিচারপতির বাসভবনে যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। সেখানেই আদালত বসে।
পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, চেম্বার আদালত লিভ টু আপিল আপিল বিভাগে শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন।