০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে মেক্সিকোর বিদায়ের দিনে কোয়ার্টারে ইকুয়েডর ও ভেনেজুয়েলা

জাহিদ হাসান
  • আপডেট: ০৪:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / 18

পুরো ম্যাচে বল পজিশান ধরে খেললেও ইকুয়েডরের বিপক্ষে ০-০ গোলে ড্র করতে হয় মেক্সিকোকে।অন্যদিকে জ্যামাইকাকে ০-৩ গোলে উড়িয়ে দেয় ভেনেজুয়েলা। ছবি:সংগৃহীত 

কোপা আমেরিকায় এবারের আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য দলগুলোর মধ্যে গ্রুপ পর্বের শেষ ম্যাচ গুলোতে জমজমাট লড়াই হচ্ছে। এর মধ্যে গতকাল গ্রুপ-এ থেকে আর্জেন্টিনা ও কানাডা কোয়ার্টার নিশ্চিত করেছে।আর আজ গ্রুপ- বি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা ও ইকুয়েডরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ জ্যামাইকাকে ০-৩ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভেনেজুয়েলা। আর অপর ম্যাচে ফেভারিট মেক্সিকোর বিপক্ষে গোল শূন্যতে ড্র করে গ্রুপে দ্বিতীয় হয় ইকুয়েডর।দুর্ভাগ্যবসত ইকুয়েডরের সঙ্গে সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে বাদ পরতে হলো গ্রুপ- বি এর ফেভারিট মেক্সিকোকে।

আজ সোমবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েডর-মেক্সিকো। ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মেক্সিকোই। ম্যাচের প্রায় ৬০ শতাংশ দখল নিজেদের কাছে রেখেছিল তারা। গোল প্রচেষ্টায়ও এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত আর জাল খুঁজে বের করতে পারেনি মেক্সিকো।বেশ কিছু সুযোহ তৈরি করলেও তা গোলের জন্য যথেষ্ট ছিলো না।অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি টাইমের ৯৮তম মিনিটে একটি পেনাল্টি পেয়েছিল মেক্সিকো। কিন্তু ভিএআর চেক করে সেই ফাউল না হওয়ার পেনাল্টি বাতিল করা হয়।যার ফরে ম্যাচে আর তেমন কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি মেক্সিকো।

এই ড্রয়ে মেক্সিকোর কাছ থেকে এক পয়েন্ট আদায় করে মোট ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ইকুয়েডর। অপরদিকে সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে।

অপরদিকে প্রথম দুই ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনালের পথে পা রেখেছিল ভেনেজুয়েলা। জ্যামাইকার বিপক্ষে তাদের ম্যাচটা ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতার। এমন ম্যাচেও দাপট নিয়ে খেললো ভেনেজুয়েলা। যার ফলে ৩-০ গোলের ব্যবধানে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো লাতিন দলটি।

ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকা ভেনেজুয়েলা একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত করে রাখে। পুরো সময়টাই ভেনিজুয়েলার আক্রমণ সামলে গেছে জ্যামাইকা। তবে প্রথমার্ধে গোল ছাড়াই বিরতিতে যায় ভেনেজুয়েলা।

দ্বিতীয়ার্ধেও একই ধার বজায় রেখে খেলতে থাকে ভেনেজুয়েলা।যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন ভেনেজুয়েলার এডুয়ার্ড বোলো। ৪৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সলোমন র‍্যান্ডন।৮৫ মিনিটে জ্যামাইকার কফিনে শেষ পেরেক ঠুকেন এরিক রামিরেজ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভেনিজুয়েলা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে গেল তারা।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। আর গ্রুপ-চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা মুখোমুখি হবে কানাডার।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে মেক্সিকোর বিদায়ের দিনে কোয়ার্টারে ইকুয়েডর ও ভেনেজুয়েলা

আপডেট: ০৪:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

পুরো ম্যাচে বল পজিশান ধরে খেললেও ইকুয়েডরের বিপক্ষে ০-০ গোলে ড্র করতে হয় মেক্সিকোকে।অন্যদিকে জ্যামাইকাকে ০-৩ গোলে উড়িয়ে দেয় ভেনেজুয়েলা। ছবি:সংগৃহীত 

কোপা আমেরিকায় এবারের আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য দলগুলোর মধ্যে গ্রুপ পর্বের শেষ ম্যাচ গুলোতে জমজমাট লড়াই হচ্ছে। এর মধ্যে গতকাল গ্রুপ-এ থেকে আর্জেন্টিনা ও কানাডা কোয়ার্টার নিশ্চিত করেছে।আর আজ গ্রুপ- বি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা ও ইকুয়েডরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ জ্যামাইকাকে ০-৩ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভেনেজুয়েলা। আর অপর ম্যাচে ফেভারিট মেক্সিকোর বিপক্ষে গোল শূন্যতে ড্র করে গ্রুপে দ্বিতীয় হয় ইকুয়েডর।দুর্ভাগ্যবসত ইকুয়েডরের সঙ্গে সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে বাদ পরতে হলো গ্রুপ- বি এর ফেভারিট মেক্সিকোকে।

আজ সোমবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েডর-মেক্সিকো। ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মেক্সিকোই। ম্যাচের প্রায় ৬০ শতাংশ দখল নিজেদের কাছে রেখেছিল তারা। গোল প্রচেষ্টায়ও এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত আর জাল খুঁজে বের করতে পারেনি মেক্সিকো।বেশ কিছু সুযোহ তৈরি করলেও তা গোলের জন্য যথেষ্ট ছিলো না।অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি টাইমের ৯৮তম মিনিটে একটি পেনাল্টি পেয়েছিল মেক্সিকো। কিন্তু ভিএআর চেক করে সেই ফাউল না হওয়ার পেনাল্টি বাতিল করা হয়।যার ফরে ম্যাচে আর তেমন কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি মেক্সিকো।

এই ড্রয়ে মেক্সিকোর কাছ থেকে এক পয়েন্ট আদায় করে মোট ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ইকুয়েডর। অপরদিকে সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে।

অপরদিকে প্রথম দুই ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনালের পথে পা রেখেছিল ভেনেজুয়েলা। জ্যামাইকার বিপক্ষে তাদের ম্যাচটা ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতার। এমন ম্যাচেও দাপট নিয়ে খেললো ভেনেজুয়েলা। যার ফলে ৩-০ গোলের ব্যবধানে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো লাতিন দলটি।

ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকা ভেনেজুয়েলা একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত করে রাখে। পুরো সময়টাই ভেনিজুয়েলার আক্রমণ সামলে গেছে জ্যামাইকা। তবে প্রথমার্ধে গোল ছাড়াই বিরতিতে যায় ভেনেজুয়েলা।

দ্বিতীয়ার্ধেও একই ধার বজায় রেখে খেলতে থাকে ভেনেজুয়েলা।যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন ভেনেজুয়েলার এডুয়ার্ড বোলো। ৪৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সলোমন র‍্যান্ডন।৮৫ মিনিটে জ্যামাইকার কফিনে শেষ পেরেক ঠুকেন এরিক রামিরেজ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভেনিজুয়েলা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে গেল তারা।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। আর গ্রুপ-চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা মুখোমুখি হবে কানাডার।

শেয়ার করুন