কোপা আমেরিকায় শেষ বয়সে অভিষেকের অপেক্ষায় কেইলর নাভাস

- আপডেট: ০৯:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / 21
কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস – ইউএনএ
গ্লাভস হাতে জাতীয় দল ও নামিদামী ক্লাবের হয়ে সামলিয়েছেন গোলবার, অংশ নিয়েছেন সম্ভাব্য সব বড় বড় প্রতিযোগিতায়।এরমধ্যে তিনবার খেলে ফেলেছেন বিশ্বকাপও। তবে এখনও কোপা আমেরিকা খেলা সম্ভব হয়নি কেইলর নাভাসের। কোস্টারিকার অভিজ্ঞ এই গোলরক্ষক শেষ বেলায় এসে তাই আশায় আছেন প্রথমবার দক্ষিণ আমেরিকার মহাদেশীয় এই টুর্নামেন্টে খেলার।
কোপা আমেরিকা সাধারণত দক্ষিণ আমেরিকার দলগুলোকে নিয়ে হলেও আসছে আসরের মতো অন্য মহাদেশের দলকেও এখানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। ৩৭ বছর বয়সী নাভাস তাই সেভাবে সুযোগও পাননি এখানে খেলার।
এর আগে ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে থাকা অবস্থায় ২০১৬ সালে নাভাসের সামনে সেরা সুযোগ এসেছিল কোপা আমেরিকায় খেলার। আসর শুরুর আগে অস্কার রামিরেজের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্ট মিস করতে হয় তাকে।এবারের আসরে ‘ডি’ গ্রুপে থাকা কোস্টারিকার তিন প্রতিপক্ষ ব্রাজিল, কলম্বিয়া ও প্যারাগুয়ে।
২০০৮ সালে কোস্টারিকার হয়ে অভিষেক নাভাসের। এরপর এখন পর্যন্ত খেলেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ ১১৪টি ম্যাচ। অংশ নিয়েছেন ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে।
২০১৪ থেকে ২০১৯ সালে ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেন নাভাস, যা তার ক্যারিয়ারের সেরার সময়ও। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৬২ ম্যাচ খেলে ১২টি শিরোপা জেতেন তিনি, যার মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগও।
রিয়াল মাদ্রিদ ছাড়াও ক্লাব পর্যায়ে নাভাস খেলেছেন পিএসজি, আলবাসেতে, লেভান্তে, নটিংহাম ফরেস্ট সহ আরও কয়েকটি ক্লাবে।
আসছে কোপা আমেরিকার জন্য এখনও দল ঘোষণা করেনি কোস্টারিকা। তবে সব ঠিক থাকলে স্কোয়াডে নাভাসের থাকার রয়েছে জোর সম্ভাবনা। যদি তা হয়, তাহলে নতুন একটি প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবেন তিনি।