১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার স্বাস্থের অবনতি, প্রস্তুত আইসিইউ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 20

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। টানা পাঁচদিন ধরে তিনি সিসিইউতেই আছেন। তবে সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে ৮ থেকে ১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে এসব তথ্য জানান। তিনি বলেন, ম্যাডামের অবস্থা হালকা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি। তবে প্রস্তুত রাখা হয়েছে। এই আইসিইউ সাধারণ আইসিইউর মতো নয়। এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে। তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি। সবাই দোয়া করবেন।

এদিকে সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যর খোঁজ নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান আজম খান জানান, ম্যাডামের স্বাস্থ্যর অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন ভেন্টিলেশনে আছেন। একই সময় খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে এক স্ট্যাস্টাসে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইসিউতে আছেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খালেদা জিয়ার স্বাস্থের অবনতি, প্রস্তুত আইসিইউ

আপডেট: ০৩:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। টানা পাঁচদিন ধরে তিনি সিসিইউতেই আছেন। তবে সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে ৮ থেকে ১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে এসব তথ্য জানান। তিনি বলেন, ম্যাডামের অবস্থা হালকা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি। তবে প্রস্তুত রাখা হয়েছে। এই আইসিইউ সাধারণ আইসিইউর মতো নয়। এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে। তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি। সবাই দোয়া করবেন।

এদিকে সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যর খোঁজ নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান আজম খান জানান, ম্যাডামের স্বাস্থ্যর অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন ভেন্টিলেশনে আছেন। একই সময় খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে এক স্ট্যাস্টাসে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইসিউতে আছেন।

শেয়ার করুন