খালের বর্জ্যে নিয়ে প্রদর্শনী

- আপডেট: ১০:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / 29
খালের বর্জ্যের মধ্যে ছিল লেপ, তোশকসহ নানা কিছু। ছবি: সংগৃহীত
নির্বিচার খালে বর্জ্য ফেলে পানিপ্রবাহের পথ যে নষ্ট করা হচ্ছে, তা দেখাতে ব্যতিক্রমী এক প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানে রাখা হয়েছে খাল থেকে তোলা পরিত্যক্ত লেপ, তোশক, সোফা, লাগেজ, খাট, কেব্ল, টায়ার, কমোড, ফুলের টব, রিকশার অংশবিশেষ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগসহ প্লাস্টিকের নানা পণ্যসামগ্রী।
আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা উত্তর সিটির প্রধান কার্যালয় নগর ভবনের (গুলশান-২) সামনের সড়কে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র মো. আতিকুল ইসলাম। প্রদর্শনীটি চলবে ১৭ মে পর্যন্ত।
প্রদর্শনীর উদ্বোধনকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা দেখছি অনেকে অসচেতনভাবে গৃহস্থালির বর্জ্য খাল, ডোবা, নালা, ড্রেনে ফেলে দেন। সারফেস ড্রেনে ও খালে এমন কোনো ময়লা নেই, যা পাওয়া যায় না। আমরা অবাক হয়ে যাই প্রতিনিয়ত নানা ধরনের ময়লা নির্বিচার সবাই ফেলে দিচ্ছে খালে ও ড্রেনে।’
ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, ‘ড্রেনে, খালে ও যত্রতত্র এসব বর্জ্য ফেলায় দূষণ হয় নগরের পরিবেশ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজকে এই বর্জ্য-প্রদর্শনের আয়োজন করা হয়েছে, যাতে নাগরিকদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়। জনগণ যেন বুঝতে পারে কী ধরনের বর্জ্য ড্রেনে ও খালে ফেলে পরিবেশ দূষণ করছে। এই জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।