১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫
অর্ধশতাধিক আহত

গাজায় ইসরায়েলির নৃশংস হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত

ইউএনএ আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট: ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 3

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। সর্বশেষ হামলায় একদিনে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। এই নিয়ে অবরুদ্ধ গাজায় মৃতের সংখ্যা ৫২ হাজার ৪০০ ছাড়াল।

শুক্রবার (২ মে) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনভর ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে কমপক্ষে ৩১ জন প্রাণ হারান। শুক্রবার ভোরেও হামলার খবর পাওয়া গেছে বলে স্থানীয় চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।

আল জাজিরার সংবাদদাতা গাজার ওপর ইসরায়েলের ৬০ দিনের অবরোধকে বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত শ্বাসরোধ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধের প্রধান লক্ষ্য ইসরায়েলি বন্দিদের ফেরত আনা নয়। বরং শত্রুদের ওপর বিজয় লাভ করা।

পৃথকভাবে আনাদোলু এজেন্সি জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে।

একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আহত ৭৭ জনসহ মোট আহতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৯১ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় বহু মরদেহ পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

দীর্ঘ ১৫ মাস ধরে সামরিক অভিযান চলার পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দুই মাস শান্ত পরিস্থিতি বজায় থাকলেও সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ১৮ মার্চ থেকে পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত ২৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজারের বেশি আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করেছে।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া অবরুদ্ধ গাজায় আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি ইসরায়েল।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অর্ধশতাধিক আহত

গাজায় ইসরায়েলির নৃশংস হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত

আপডেট: ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। সর্বশেষ হামলায় একদিনে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। এই নিয়ে অবরুদ্ধ গাজায় মৃতের সংখ্যা ৫২ হাজার ৪০০ ছাড়াল।

শুক্রবার (২ মে) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনভর ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে কমপক্ষে ৩১ জন প্রাণ হারান। শুক্রবার ভোরেও হামলার খবর পাওয়া গেছে বলে স্থানীয় চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।

আল জাজিরার সংবাদদাতা গাজার ওপর ইসরায়েলের ৬০ দিনের অবরোধকে বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত শ্বাসরোধ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধের প্রধান লক্ষ্য ইসরায়েলি বন্দিদের ফেরত আনা নয়। বরং শত্রুদের ওপর বিজয় লাভ করা।

পৃথকভাবে আনাদোলু এজেন্সি জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে।

একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আহত ৭৭ জনসহ মোট আহতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৯১ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় বহু মরদেহ পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

দীর্ঘ ১৫ মাস ধরে সামরিক অভিযান চলার পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দুই মাস শান্ত পরিস্থিতি বজায় থাকলেও সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ১৮ মার্চ থেকে পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত ২৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজারের বেশি আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করেছে।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া অবরুদ্ধ গাজায় আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি ইসরায়েল।

শেয়ার করুন