০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

গাসমুস হয়লুনের জোড়া গোলে টানা চার জয় ম্যানইউর

স্পোর্টস রিপোর্টার
  • আপডেট: ১১:৩৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / 18

ম্যাচ শুরুর প্রথম ছয় মিনিটে আকস্মিক ভাবে  জোড়া গোল করে গাসমুস হয়লুন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য শুভসূচনা এনে দেয়।

শুরুর দিকে ৩৭ সেকেন্ডে ডিফেন্ডার আমারি বেল বল ক্লিয়ার করতে গিয়ে ভুলে বল পেয়ে যান হয়লুন, প্রতিপক্ষের এমন ভুলে ঠাণ্ডা মাথায় বক্সে ঢুকে বল জালে পাঠান এই ডেনিশ ফরোয়ার্ড।

চলতি প্রিমিয়ার লিগে ইউনাইটেডের যা দ্রুততম গোল।

সপ্তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড  গারনাচো ডি-বক্সের মুখ থেকে জোরাল ভলি করা বলে পোস্টে কাছে দারুণ ভঙ্গিতে একেবারে ঠিক সময়ে শরীরটাকে একটু বাঁকা করেন হয়লুন, বল তার বুকে লেগে গোললাইন পেরিয়ে যায়।

প্রিমিয়ার লিগে এই প্রথম কোনো ম্যাচে জোড়া গোল করলেন হয়লুন।দুর্দান্ত এই জয়ের পথে দারুণ এক কীর্তি গড়েছেন হয়লুন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল  পেয়েছেন তিনি।

দুই গোল হজম করলেও লুটন টাউন শুরু থেকে প্রতিপক্ষের চোখে-চোখ রেখে লড়াই করতে থাকে। তাতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। চতুর্দশ মিনিটে গোলও পেয়ে যায় দলটি। কাছ থেকে হেডে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড কার্লটন মরিস।

বিরতির আগে অল্পের জন্য বেঁচে যায় ইউনাইটেড। ইংলিশ মিডফিল্ডার অ্যালফি ডাউটির নিচু শট পোস্টের পাশ দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে প্রথম ১৫ মিনিটে দারুণ দুটি সুযোগ তৈরি করে ইউনাইটেড, কিন্তু গোলের দেখা মেলেনি। ৫৭তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লুটনের গোলরক্ষক। তিন মিনিট পর ব্রুনো ফের্নান্দেস গোলরক্ষককে কাটিয়ে কোণাকুণি শট নেন; কিন্তু দারুণ স্লাইডে রুখে দেন লুটনের মিডফিল্ডার লোকোঙ্গা।

৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হয়লুন।

শেষ দিকে রস বার্কলির হেড ক্রসবারের ওপরের অংশে লাগলে আার গোলের দেখা পায়নি লুটন টাউন। শেষমেশ ১-২ গোলের ব্যবধানে জয়ী হয়ে প্রতিপক্ষের মাঠ ছাড়ে ম্যানইউ।এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নাম্বারে ম্যনইউ,তাদের ওপরে টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৭। আর চার নম্বরে অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯।আর ১ম স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গাসমুস হয়লুনের জোড়া গোলে টানা চার জয় ম্যানইউর

আপডেট: ১১:৩৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

ম্যাচ শুরুর প্রথম ছয় মিনিটে আকস্মিক ভাবে  জোড়া গোল করে গাসমুস হয়লুন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য শুভসূচনা এনে দেয়।

শুরুর দিকে ৩৭ সেকেন্ডে ডিফেন্ডার আমারি বেল বল ক্লিয়ার করতে গিয়ে ভুলে বল পেয়ে যান হয়লুন, প্রতিপক্ষের এমন ভুলে ঠাণ্ডা মাথায় বক্সে ঢুকে বল জালে পাঠান এই ডেনিশ ফরোয়ার্ড।

চলতি প্রিমিয়ার লিগে ইউনাইটেডের যা দ্রুততম গোল।

সপ্তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড  গারনাচো ডি-বক্সের মুখ থেকে জোরাল ভলি করা বলে পোস্টে কাছে দারুণ ভঙ্গিতে একেবারে ঠিক সময়ে শরীরটাকে একটু বাঁকা করেন হয়লুন, বল তার বুকে লেগে গোললাইন পেরিয়ে যায়।

প্রিমিয়ার লিগে এই প্রথম কোনো ম্যাচে জোড়া গোল করলেন হয়লুন।দুর্দান্ত এই জয়ের পথে দারুণ এক কীর্তি গড়েছেন হয়লুন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল  পেয়েছেন তিনি।

দুই গোল হজম করলেও লুটন টাউন শুরু থেকে প্রতিপক্ষের চোখে-চোখ রেখে লড়াই করতে থাকে। তাতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। চতুর্দশ মিনিটে গোলও পেয়ে যায় দলটি। কাছ থেকে হেডে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড কার্লটন মরিস।

বিরতির আগে অল্পের জন্য বেঁচে যায় ইউনাইটেড। ইংলিশ মিডফিল্ডার অ্যালফি ডাউটির নিচু শট পোস্টের পাশ দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে প্রথম ১৫ মিনিটে দারুণ দুটি সুযোগ তৈরি করে ইউনাইটেড, কিন্তু গোলের দেখা মেলেনি। ৫৭তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লুটনের গোলরক্ষক। তিন মিনিট পর ব্রুনো ফের্নান্দেস গোলরক্ষককে কাটিয়ে কোণাকুণি শট নেন; কিন্তু দারুণ স্লাইডে রুখে দেন লুটনের মিডফিল্ডার লোকোঙ্গা।

৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হয়লুন।

শেষ দিকে রস বার্কলির হেড ক্রসবারের ওপরের অংশে লাগলে আার গোলের দেখা পায়নি লুটন টাউন। শেষমেশ ১-২ গোলের ব্যবধানে জয়ী হয়ে প্রতিপক্ষের মাঠ ছাড়ে ম্যানইউ।এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নাম্বারে ম্যনইউ,তাদের ওপরে টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৭। আর চার নম্বরে অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯।আর ১ম স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুন