গুগল ট্রান্সলেটরে মুখের কথা অন্য ভাষায় অনুবাদ করবেন

- আপডেট: ০৩:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / 30
সংগৃহীত ছবি
ব্যবহারকারীরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সাধারণত এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করেন। তবে কখনো কখনো লিখিত বাক্য ছাড়াও মুখের কথা অন্য ভাষায় অনুবাদ করার প্রয়োজন পড়ে।
ব্যবহারকারীরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে এক ভাষায় বলা কথা অন্য ভাষায় অনুবাদ করার সুযোগ পেয়ে থাকেন। এ জন্য গুগল ট্রান্সলেটরের ভয়েস টেক্সট ট্রান্সলেশন ফিচার ব্যবহার করতে হয়।
এমনকি অনেকে এভাবে অডিও ফাইলের ট্রান্সক্রাইব বা লিখিত প্রতিলিপি তৈরি করে থাকেন। কীভাবে গুগল ট্রান্সলেটরে এক ভাষার কথাকে অন্য ভাষায় অনুবাদ করা যায় দেখে নেওয়া যাক:
গুগল ট্রান্সলেটর অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বা দিকের বক্সে যে ভাষা থেকে অনুবাদ করতে হবে তা নির্ধারণ করতে হবে। ডানের বক্সে যে ভাষায় অনুবাদ করতে হবে তা নির্বাচন করতে হবে। বা দিকে এন্টার টেক্সটের নিচে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করুন। কাঙ্ক্ষিত বাক্য উচ্চারণ করতে হবে বা অডিও থাকলে তা চালু করতে হবে। এরপর যে ভয়েস ইনপুট দেওয়া হয়েছে, সেটি কাঙ্ক্ষিত ভাষায় অনূদিত হয়ে ডান দিকের বক্সে প্রদর্শিত হবে।গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সাধারণত এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করেন ব্যবহারকারীরা। তবে কখনো কখনো লিখিত বাক্য ছাড়াও মুখের কথা অন্য ভাষায় অনুবাদ করার প্রয়োজন পড়ে।
গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ব্যবহারকারীরা এক ভাষায় বলা কথা অন্য ভাষায় অনুবাদ করার সুযোগ পেয়ে থাকেন। এজন্য গুগল ট্রান্সলেটরের ভয়েস টেক্সট ট্রান্সলেশন–সুবিধা ব্যবহার করতে হয়। এমনকি অনেকে এভাবে অডিও ফাইলের ট্রান্সক্রাইব বা লিখিত প্রতিলিপি তৈরি করে থাকেন। গুগল ট্রান্সলেটর একটি অসাধারণ প্রযুক্তি যা আমাদের সমস্যার সমাধান করে। এটি মুখের কথা অনুবাদ করে এবং আমাদের বিশ্বের বিভিন্ন ভাষা বুঝতে সহায়তা করে।