০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমনির পাল্টা মামলা

ইউএনএ বিনোদন ডেস্ক
  • আপডেট: ০৯:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 1

ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আইনজীবীদের সঙ্গে পরীমনি -ছবি : সংগৃহীত 

একের পর এক খবরের শিরোনাম নিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন আলোচিত অভিনেত্রী পরীমনি। সম্প্রতি পিংকি আক্তার নামে এক গৃহকর্মীকে মারধরের ঘটনায় বেশ আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। এরপর পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের করেন পিংকি। এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করলেন পরীমনি।

অভিনেত্রীর অভিযোগ, অনলাইনে কুৎসা রটনা করে তার মানহানি করেছে পিংকি আক্তার।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে। আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানাত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বাদী হয়ে পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মামলার বাদী ভুক্তভোগী পিংকি আক্তার (২৪) নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমনির পাল্টা মামলা

আপডেট: ০৯:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আইনজীবীদের সঙ্গে পরীমনি -ছবি : সংগৃহীত 

একের পর এক খবরের শিরোনাম নিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন আলোচিত অভিনেত্রী পরীমনি। সম্প্রতি পিংকি আক্তার নামে এক গৃহকর্মীকে মারধরের ঘটনায় বেশ আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। এরপর পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের করেন পিংকি। এবার সেই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করলেন পরীমনি।

অভিনেত্রীর অভিযোগ, অনলাইনে কুৎসা রটনা করে তার মানহানি করেছে পিংকি আক্তার।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে। আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানাত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বাদী হয়ে পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মামলার বাদী ভুক্তভোগী পিংকি আক্তার (২৪) নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।

 

শেয়ার করুন