১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

গোপালপুরে চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

ইউএনএ প্রতিনিধি, গোপালপুর (টাঙ্গাইল)
  • আপডেট: ০৬:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 5

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী বাজার বণিক সমিতি -ছবি : ইউএনএ 

চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে প্রকাশ্যে দা দিয়ে কোপানোর ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা।

রবিবার (৪মে) সকালে ২ শতাধিক ব্যবসায়ী র‍্যালি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় ইউএনও মো. তুহিন হোসেন কার্যালয়ে উপস্থিত না থাকায় অফিস সহকারী মো. নাজমুল হাসানের কাছে আবেদন জমা দেন। এরপর ব্যবসায়ীরা পদযাত্রা করে থানায় পৌঁছে আবেদনপত্র জমা দেন।

রোমান মডেল মেডিক্যাল হলের মালিক রোমান খান জানান, দোকানে ঢুকে গত শুক্রবার বিকালে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সূতী পটলপাড়া গ্রামের আ. করিমের ছেলে মো. শাওন (২২) দা নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় দোকান কর্মচারী মো. হাসান (১৬) বাধা দিলে হাসানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

সূতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, শতবর্ষী পুরনো বাজারে আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি।

ইদানিং বাজারে বিভিন্ন সময় বহিরাগত বখাটে/কিশোর গ্যাং বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। যা ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠছে। আমাদের পক্ষে এর প্রতিকার করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার ও চাঁদাবাজদের প্রতিহত করার দাবি জানাই।

সূতী বাজার বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজরা ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে এ কারণেই সকল ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানাতে এসেছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গোপালপুরে চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

আপডেট: ০৬:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী বাজার বণিক সমিতি -ছবি : ইউএনএ 

চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে প্রকাশ্যে দা দিয়ে কোপানোর ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা।

রবিবার (৪মে) সকালে ২ শতাধিক ব্যবসায়ী র‍্যালি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় ইউএনও মো. তুহিন হোসেন কার্যালয়ে উপস্থিত না থাকায় অফিস সহকারী মো. নাজমুল হাসানের কাছে আবেদন জমা দেন। এরপর ব্যবসায়ীরা পদযাত্রা করে থানায় পৌঁছে আবেদনপত্র জমা দেন।

রোমান মডেল মেডিক্যাল হলের মালিক রোমান খান জানান, দোকানে ঢুকে গত শুক্রবার বিকালে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সূতী পটলপাড়া গ্রামের আ. করিমের ছেলে মো. শাওন (২২) দা নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় দোকান কর্মচারী মো. হাসান (১৬) বাধা দিলে হাসানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

সূতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, শতবর্ষী পুরনো বাজারে আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি।

ইদানিং বাজারে বিভিন্ন সময় বহিরাগত বখাটে/কিশোর গ্যাং বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। যা ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠছে। আমাদের পক্ষে এর প্রতিকার করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার ও চাঁদাবাজদের প্রতিহত করার দাবি জানাই।

সূতী বাজার বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজরা ব্যবসায়ীদের অতিষ্ঠ করে তুলেছে এ কারণেই সকল ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানাতে এসেছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

শেয়ার করুন