গোপালপুরে বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

- আপডেট: ১১:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 16
-ছবি : ইউএনএ নিউজ
২০২৪ সালের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। দিবসের প্রথম প্রহরে গোপালপুর উপজেলা পরিষদের বিআরডিবি মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ অংশ নেন।
পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সকাল ১০টায় বিআরডিবি মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা।
উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র্যালি আয়োজিত হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এছাড়া, উপজেলার বিভিন্ন স্থানে শিশু-কিশোরদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।