০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

চড়া দরে ভাড়া দিল মালাইকার পালি হিলস্-এর ফ্ল্যাটটি

বিনোদন ডেস্ক
  • আপডেট: ১২:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / 29

সংগৃহীত ছবি
আরবাজ় খানের সঙ্গে মালাইকা অরোরার বিবাহ বিচ্ছেদের অনেক দিন হয়ে গিয়েছে। কিন্তু ছেলে আরহান কারনে সৌজন্যের সম্পর্ক এখনও বজায় রেখেছেন তাঁরা। আরহানের জন্য এখনও দেখা সাক্ষাৎ হয় মালাইকা-আরবাজ়ের মধ্যে।

বিবাহ বিচ্ছেদের পর থেকেই ‘খান’ পদবিটি নিজের নামের থেকে সরিয়ে দিয়েছেন মালাইকা। সিনেমার থেকে এখন বেশি তাঁকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে। নেহাত কম টাকা পারিশ্রমিক নেন না অভিনেত্রী। এ বার নিজের পালি হিলস্-এর ফ্ল্যাটটি ভাড়া দিলেন মালাইকা। ভাড়া দিয়েছেন মুম্বইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্সকে।

মুম্বাইয়ে অভিজাত এলাকা, যেমন বান্দ্রা, পালি হিলসে, এমন বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। তারই একটি ফ্ল্যাট ভাড়া দিলেন তিনি, মাসিক দেড় লাখ টাকায়। ফ্ল্যাটটি তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন তিনি। প্রতি বছর ৫ শতাংশ করে বাড়বে ভাড়া। এ ছাড়াও বান্দ্রায় যে ফ্ল্যাটটি রয়েছে অভিনেত্রীর, সেটিও না কি ভাড়া দেওয়া। যদিও মালাইকা নিজে যে বাড়িতে থাকেন বান্দ্রা এলাকাতেই, সেটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চড়া দরে ভাড়া দিল মালাইকার পালি হিলস্-এর ফ্ল্যাটটি

আপডেট: ১২:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

সংগৃহীত ছবি
আরবাজ় খানের সঙ্গে মালাইকা অরোরার বিবাহ বিচ্ছেদের অনেক দিন হয়ে গিয়েছে। কিন্তু ছেলে আরহান কারনে সৌজন্যের সম্পর্ক এখনও বজায় রেখেছেন তাঁরা। আরহানের জন্য এখনও দেখা সাক্ষাৎ হয় মালাইকা-আরবাজ়ের মধ্যে।

বিবাহ বিচ্ছেদের পর থেকেই ‘খান’ পদবিটি নিজের নামের থেকে সরিয়ে দিয়েছেন মালাইকা। সিনেমার থেকে এখন বেশি তাঁকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে। নেহাত কম টাকা পারিশ্রমিক নেন না অভিনেত্রী। এ বার নিজের পালি হিলস্-এর ফ্ল্যাটটি ভাড়া দিলেন মালাইকা। ভাড়া দিয়েছেন মুম্বইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্সকে।

মুম্বাইয়ে অভিজাত এলাকা, যেমন বান্দ্রা, পালি হিলসে, এমন বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। তারই একটি ফ্ল্যাট ভাড়া দিলেন তিনি, মাসিক দেড় লাখ টাকায়। ফ্ল্যাটটি তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন তিনি। প্রতি বছর ৫ শতাংশ করে বাড়বে ভাড়া। এ ছাড়াও বান্দ্রায় যে ফ্ল্যাটটি রয়েছে অভিনেত্রীর, সেটিও না কি ভাড়া দেওয়া। যদিও মালাইকা নিজে যে বাড়িতে থাকেন বান্দ্রা এলাকাতেই, সেটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

শেয়ার করুন