০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

চুক্তি ভঙ্গের দায়ে আইএল টি-টোয়েন্টিতে এক বছরের জন্য নিষিদ্ধ নূর

জাহিদ হাসান (স্পোর্টস রিপোর্টার)
  • আপডেট: ১০:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / 12

আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার  নূর আহম্মদকে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি) থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

গত বছর শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম আসরের জন্য শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন নূর। পরে তাকে একই শর্তে আরও এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু রিটেনশন নোটিশে তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে ডারবান জায়ান্টসের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।যারফলে এর বিরোধিতা করায় টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে শারজাহ ওয়ারিয়র্স।

এরপর লিগের শৃঙ্খলা কমিটি তদন্ত শেষে প্রথমে ২০ মাসের জন্য নূরকে নিষিদ্ধ করার সুপারিশ করে। মূল চুক্তিতে স্বাক্ষর করার সময় নুর নাবালক থাকায় বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তীতে ১২ মাসের জন্য নিষেধাজ্ঞা করা হয়।

শারজাহর হয়ে প্রথম আসরে ৭ ম্যাচ খেলে ১৪৮ রান খরচায় ৪ উইকেট নেন নূর।

গত কয়েক মাসের মধ্যে নিষিদ্ধ হওয়া শারজাহর দ্বিতীয় ক্রিকেটার নূর। একই রকম ঘটনায় রিটেনশন নোটিশে স্বাক্ষর না করায় গত ডিসেম্বরে আফগান পেসার নাভিন-উক-হক কে ২০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

উঠতি বয়সী ক্রিকেটার হিসেবে বর্তমান বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে পারফর্মেন্স দিয়ে ভালোই মাতিয়ে রাখছেন নূর আহম্মদ।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চুক্তি ভঙ্গের দায়ে আইএল টি-টোয়েন্টিতে এক বছরের জন্য নিষিদ্ধ নূর

আপডেট: ১০:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার  নূর আহম্মদকে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি) থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

গত বছর শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম আসরের জন্য শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন নূর। পরে তাকে একই শর্তে আরও এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু রিটেনশন নোটিশে তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে ডারবান জায়ান্টসের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।যারফলে এর বিরোধিতা করায় টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে শারজাহ ওয়ারিয়র্স।

এরপর লিগের শৃঙ্খলা কমিটি তদন্ত শেষে প্রথমে ২০ মাসের জন্য নূরকে নিষিদ্ধ করার সুপারিশ করে। মূল চুক্তিতে স্বাক্ষর করার সময় নুর নাবালক থাকায় বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তীতে ১২ মাসের জন্য নিষেধাজ্ঞা করা হয়।

শারজাহর হয়ে প্রথম আসরে ৭ ম্যাচ খেলে ১৪৮ রান খরচায় ৪ উইকেট নেন নূর।

গত কয়েক মাসের মধ্যে নিষিদ্ধ হওয়া শারজাহর দ্বিতীয় ক্রিকেটার নূর। একই রকম ঘটনায় রিটেনশন নোটিশে স্বাক্ষর না করায় গত ডিসেম্বরে আফগান পেসার নাভিন-উক-হক কে ২০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

উঠতি বয়সী ক্রিকেটার হিসেবে বর্তমান বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে পারফর্মেন্স দিয়ে ভালোই মাতিয়ে রাখছেন নূর আহম্মদ।

শেয়ার করুন