চুরির অভিযোগ আমির খানের বিরুদ্ধে

- আপডেট: ০৩:৩৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 3
২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’ -ফাইল ফটো
দীর্ঘ প্রতীক্ষার পর গত মঙ্গলবার প্রকাশ্যে এসেছে আমির খানের পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’-এর প্রথম ঝলক। আর তা দেখেই শুরু হয়েছে সমালোচনা। বোঝা যায়, এ এক শিক্ষকের কাহিনী। বাস্কেটবল দলের প্রশিক্ষক নানা কারণে জড়িয়ে যান আইনি ঝামেলায়। তারপর তার উপর দায়িত্ব পড়ে এক দল বৌদ্ধিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরকে প্রশিক্ষণ দেওয়ার।
ঠিক একই চিত্রনাট্যে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল হলিউডের ছবি ‘চ্যাম্পিয়নস’। সে ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল উডি হ্যারেলসনকে। আমিরের ছবির প্রথম ঝলক দেখেই সমালোচনায় ভেসে গেছে মিডিয়াপাড়া।
সমালোচকরা বলতে শুরু করেছেন, হলিউডি ছবি থেকে দৃশ্যের পর দৃশ্য নকল করে ফেলেছেন আমির। এক নেটাগরিক গোটা বলিউডের সমালোচনা করে বলেছেন, “বলিউড কী? এ হল এমন এক শিল্পক্ষেত্র যেখানে মৌলিকতা ছুটি কাটাতে গিয়েছে। এ হল এক ‘রিমিক্স’ কারখানা, হলিউড বা টলিউড (দক্ষিণী) থেকে চিত্রনাট্য নিয়ে ৬ টি অযথা গান যোগ করে দেওয়া হয় তারপর বলা হয় এক চলচ্চিত্র ব্রহ্মাণ্ড।”
যদিও এমন সমালোচনার মুখে আমির পাশে পেয়েছেন অনুরাগীদের। তারা পাল্টা জবাবে বলেছেন, হলিউডে ‘চ্যাম্পিয়ন’-ও আসলে একটি নকল ছবি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ছবি ‘ক্যাম্পেয়নস’-এরই ইংরিজি সংস্করণ।
আমিরের পক্ষে এক অনুরাগী সমাজমাধ্যমে লিখেছেন, কিভাবে কাজ হয় যারা বোঝেন না তাদের উদ্দেশে বলি, আমির খানের প্রযোজনা সংস্থা ২০১৮ সালে নির্মিত স্প্যানিশ ছবি ‘কাম্পেয়োনেস’-এ হিন্দি সংস্করণ তৈরির সমস্ত আইনি স্বত্ব নিয়েই ‘সিতারে জমিন পর’ তৈরি করেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান, দর্শিল সাফারি অভিনীত ছবি ‘তারে জমিন পর’। পরিচালক আরএস প্রসন্ন। এ ছবি ভাবগত ভাবে তারই সিক্যুয়েল। চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। আমিরের বিপরীতে রয়েছেন জেনেলিয়া ডি সুজা। আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’।