যমুনা নদীর পানি বৃদ্ধি
চৌহালীতে ৯০০ মণ বাদাম নষ্ট

- আপডেট: ০৭:৩৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 1
বাদামের ক্ষেত থেকে অপরিপক্ক বাদাম তুলছেন কৃষকেরা -ছবি : সংগৃহীত
যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শত শত বিঘা বাদাম খেত প্লাবিত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। গত দুই-তিন দিন আগে হঠাৎই নদীর পানি বাড়তে শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে উপজেলার স্থল ও খাসপুখুরিয়া ইউনিয়নসহ বিভিন্ন চর এলাকায় গিয়ে দেখা যায়, চাষিরা কোমর পানিতে নেমে পাকা, আধা পাকা বাদাম তুলছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর যমুনার বুকে জেগে ওঠা প্রায় দুই হাজার ২০০ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। কিছুদিনের মধ্যে কৃষকরা বাদাম ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দুই-তিন দিন আগে হঠাৎ যমুনার পানি বাড়তে শুরু করে। এতে চরের অনেক নিচু ক্ষেত তলিয়ে দুই শতাধিক হেক্টর জমির প্রায় ৯০০ মণ বাদাম নষ্ট হয়েছে।
কৃষক হাফিজ মিয়া বলেন, এবার বাদামের ভালো ফলন হয়েছিল। কিন্তু হঠাৎ পানি আসায় অনেক জমির বাদাম নষ্ট হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, বাদাম ক্ষেত নষ্ট হওয়ায় অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। সরকারিভাবে তাদের সহায়তার দাবি জানাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু হুরাইয়া বলেন, ‘যমুনার পানি বেড়ে চরের নিম্নাঞ্চলের বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে। সরকারি সহায়তাসহ বিশেষ প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সহায়তা এলে বিতরণ করা হবে।