০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

চ্যালেঞ্জের মুখে সাংবাদিকতার ধারাবাহিক বিবর্তন চলমান: কাদের গনি চৌধুরী

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৮:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 6

কালেরকণ্ঠ আয়োজিত মোজো সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে -ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সময়ের খবর এখন মানুষ সময়ে চায়। সেই চ্যালেঞ্জের মুখে সাংবাদিকতার ধারাবাহিক বিবর্তন চলমান। হাতে লেখা সংবাদপত্র থেকে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল। এর নবতর রূপ মোবাইল জার্নালিজম (মোজো)। স্মার্ট ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ থেকে সম্পাদনা ও প্রচারের কাজ সবই চলে মোবাইলের মাধ্যমে।

বুধবার (১৪ মে) সকালে কালেরকণ্ঠ আয়োজিত মোজো সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, মোজো (মোবাইল সাংবাদিকতা) সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে। সংবাদ প্রবাহকে করেছে সহজ এবং সুলভ।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বক্তব্য রাখেন।

কর্মশালায় বিভিন্ন সেশনে ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা ও কনটেন্টের গল্প তৈরির নানা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট অমৃত মলঙ্গী।

কাদের গনি চৌধুরী বলেন, সংবাদ সংগ্রহ, পরিবেশন ও পাঠে মোজো কার্যকর ভূমিকা রাখছে। মিডিয়া ইন্ড্রাস্টিতে মোজো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সুবিধা আছে বলেইতো মানুষ সেদিকে ছুটছে। কারণ সাংবাদিকদের স্মার্ট ফোনটিই এখন অফিস। যেকোনো জায়গা থেকে যে কোনো সময় ফোনেই খবর প্রচার সম্ভব।

তিনি বলেন, মোজোকে বলা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। একটি যন্ত্র দিয়ে যিনি ছবি তুলছেন, তিনি আবার ভিডিও করছেন, ভয়েস দিচ্ছেন, এডিট করছেন। তারপর সংবাদ উপযোগী করে পরিবেশন করছেন। তাই মোজোতে যিনি কাজ করবেন তাকে জানতে হবে-ভিডিও কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি ও প্রয়োগ করা। ভিডিও কনটেন্টের জন্য সেরা অনুশীলন গবেষণা করা। নিত্যনতুন কন্টেন্ট ডিজাইন বা পরিকল্পনা করা। কনটেন্ট উপস্থাপনায় সৃজনশীলতা, সাবলীলতা ও প্রযুক্তিগত দক্ষতা। সবশেষে চমৎকার আন্তঃযোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা।

মোজো সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুতগতির ফলে মোবাইল নেটওয়ার্ক জনপ্রিয় উঠেছে। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তে বার্তা পৌঁছানো যায় এখন মোবাইল ফোনে। বিশেষ করে ইন্টারনেটের কল্যাণে গোটা বিশ্বের তথ্যাবলী এখন হাতের মোবাইলে। ফেসবুক, এক্স, ভাইভার, মেসেঞ্জার, ইনস্ট্রাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমই মোবাইল ব্যবহারের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। মোবাইল ভার্সন হয়ে উঠেছে এ সময়ের সব অনলাইন নিউজ পোর্টাল, স্যাটেলাইট টিভি।

এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন নিউজপোর্টাল, অনলাইন টিভি, রেডিওর মতো সংবাদমাধ্যম। আর স্মার্ট ফোনের মাধ্যমে টিভিতে দেখানো যাবে লাইভ শো। তাই মোবাইলে মিলছে গোটা বিশ্বের খবরাখবর।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চ্যালেঞ্জের মুখে সাংবাদিকতার ধারাবাহিক বিবর্তন চলমান: কাদের গনি চৌধুরী

আপডেট: ০৮:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

কালেরকণ্ঠ আয়োজিত মোজো সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে -ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সময়ের খবর এখন মানুষ সময়ে চায়। সেই চ্যালেঞ্জের মুখে সাংবাদিকতার ধারাবাহিক বিবর্তন চলমান। হাতে লেখা সংবাদপত্র থেকে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল। এর নবতর রূপ মোবাইল জার্নালিজম (মোজো)। স্মার্ট ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ থেকে সম্পাদনা ও প্রচারের কাজ সবই চলে মোবাইলের মাধ্যমে।

বুধবার (১৪ মে) সকালে কালেরকণ্ঠ আয়োজিত মোজো সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, মোজো (মোবাইল সাংবাদিকতা) সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে। সংবাদ প্রবাহকে করেছে সহজ এবং সুলভ।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বক্তব্য রাখেন।

কর্মশালায় বিভিন্ন সেশনে ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা ও কনটেন্টের গল্প তৈরির নানা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট অমৃত মলঙ্গী।

কাদের গনি চৌধুরী বলেন, সংবাদ সংগ্রহ, পরিবেশন ও পাঠে মোজো কার্যকর ভূমিকা রাখছে। মিডিয়া ইন্ড্রাস্টিতে মোজো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সুবিধা আছে বলেইতো মানুষ সেদিকে ছুটছে। কারণ সাংবাদিকদের স্মার্ট ফোনটিই এখন অফিস। যেকোনো জায়গা থেকে যে কোনো সময় ফোনেই খবর প্রচার সম্ভব।

তিনি বলেন, মোজোকে বলা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। একটি যন্ত্র দিয়ে যিনি ছবি তুলছেন, তিনি আবার ভিডিও করছেন, ভয়েস দিচ্ছেন, এডিট করছেন। তারপর সংবাদ উপযোগী করে পরিবেশন করছেন। তাই মোজোতে যিনি কাজ করবেন তাকে জানতে হবে-ভিডিও কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি ও প্রয়োগ করা। ভিডিও কনটেন্টের জন্য সেরা অনুশীলন গবেষণা করা। নিত্যনতুন কন্টেন্ট ডিজাইন বা পরিকল্পনা করা। কনটেন্ট উপস্থাপনায় সৃজনশীলতা, সাবলীলতা ও প্রযুক্তিগত দক্ষতা। সবশেষে চমৎকার আন্তঃযোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা।

মোজো সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুতগতির ফলে মোবাইল নেটওয়ার্ক জনপ্রিয় উঠেছে। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তে বার্তা পৌঁছানো যায় এখন মোবাইল ফোনে। বিশেষ করে ইন্টারনেটের কল্যাণে গোটা বিশ্বের তথ্যাবলী এখন হাতের মোবাইলে। ফেসবুক, এক্স, ভাইভার, মেসেঞ্জার, ইনস্ট্রাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমই মোবাইল ব্যবহারের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। মোবাইল ভার্সন হয়ে উঠেছে এ সময়ের সব অনলাইন নিউজ পোর্টাল, স্যাটেলাইট টিভি।

এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন নিউজপোর্টাল, অনলাইন টিভি, রেডিওর মতো সংবাদমাধ্যম। আর স্মার্ট ফোনের মাধ্যমে টিভিতে দেখানো যাবে লাইভ শো। তাই মোবাইলে মিলছে গোটা বিশ্বের খবরাখবর।

শেয়ার করুন