জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় মুক্তিযুদ্ধ মঞ্চের আনন্দ মিছিল

- আপডেট: ০১:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / 27
জামায়াত নিষিদ্ধ করায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আনন্দ মিছিল কর্মসূচী পালন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। ছবি : আব্দুর রহমান / ইউএনএ
মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামাত-শিবিরের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শাহবাগে আনন্দ মিছিল কর্মসূচী পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আনন্দ মিছিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এসময় আরোও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সংগঠনের মুখপাত্র ড. জামাল উদ্দিন, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহীন সিকদার, মুক্তিযোদ্ধা পরিবার সংসদের নির্বাহী মহাসচিব হিমু মাইন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সভাপতি কানিজ ফাতেমা, মাকসুদ হাওলাদার, দপ্তর সম্পাদক নূর আলম সরদার, বংশাল থানার সভাপতি জনি মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আমরা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। যুদ্ধাপরাধীদের বিচার হলেও জামায়াতকে নিষিদ্ধ করা হয়নি। আজ প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামাত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাস ও নৈরাজ্যের অপরাধে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত-শিবিরের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ।