০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জামিন পেলেন আলোচিত মডেল মেঘনা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 2

মডেল মেঘনা আলম -ছবি : সংগৃহীত

প্রতারণা ও চাঁদাবাজির মামলা থেকে আলোচিত মডেল মেঘনা আলম জামিন পেয়েছেন। রাজধানীর ধানমণ্ডি থানায় তার নামে মামলা ছিল। ওই মামলায় গত ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছিল মডেল মেঘনা আলমকে। এরপর তার সব ধরনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়।

এর আগে ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। আটকের আগে তিনি ফেসবুকে একটি লাইভ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। মেঘনা আলমকে আটক করার পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর তার আইডি থেকে ডিলিট হয়ে যায়। যদিও এর আগেই ফেইসবুকে তা ছড়িয়ে পড়ে।

পরদিন রাতে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন।

মডেল মেঘনাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে ১২ এপ্রিল ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জামিন পেলেন আলোচিত মডেল মেঘনা

আপডেট: ১২:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

মডেল মেঘনা আলম -ছবি : সংগৃহীত

প্রতারণা ও চাঁদাবাজির মামলা থেকে আলোচিত মডেল মেঘনা আলম জামিন পেয়েছেন। রাজধানীর ধানমণ্ডি থানায় তার নামে মামলা ছিল। ওই মামলায় গত ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছিল মডেল মেঘনা আলমকে। এরপর তার সব ধরনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়।

এর আগে ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। আটকের আগে তিনি ফেসবুকে একটি লাইভ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। মেঘনা আলমকে আটক করার পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর তার আইডি থেকে ডিলিট হয়ে যায়। যদিও এর আগেই ফেইসবুকে তা ছড়িয়ে পড়ে।

পরদিন রাতে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন।

মডেল মেঘনাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে ১২ এপ্রিল ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন