০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ঝিনাইগাতী ভুমি অফিসে সেবা বঞ্চিত হচ্ছে সেবা গ্রহিতারা

খোরশেদ আলম, শেরপুর প্রতিনিধি
  • আপডেট: ১০:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / 32

শেরপুর ঝিনাইগাতী উপজেলা ভুমি অফিস। ছবি : ইউএনএ 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ভুমি অফিসে কর্মকান্ড শুরু হলেও বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ভবন নিয়ে সেবা দিতে পারছে না প্রশাসন। ফলে ভুমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা গ্রহিতারা। জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দুষ্কৃতিকারীরা সন্ধ্যার পর উপজেলা ভুমি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ভুমি অফিসের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

পুড়িয়ে দেওয়া হয় ভুমি অফিসের কাগজপত্রসহ ডিজিটাল ভুমি সেবার অন্তর্ভুক্ত সকল সরঞ্জামাদি। পরবতীতে ভুমি অফিসের কার্যক্রম চালু করা হলেও ভুমি অফিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেবা দিতে পারছে না প্রশাসন। কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। প্রতিদিন সেবা নিতে আসা শতশত সেবা গ্রহিতারা এসে ফেরত যাচ্ছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দা রানী ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভুমি অফিসের যে সব কাগজপত্র পুড়ে দেযা হয়েছে তাতে ভুমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন ভুমি অফিসের যে পরিমানের ক্ষতি হয়েছে তালিকা তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরন করা হয়েছে। এছাড়া অফিস পুড়িয়ে দেওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ঝিনাইগাতী ভুমি অফিসে সেবা বঞ্চিত হচ্ছে সেবা গ্রহিতারা

আপডেট: ১০:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

শেরপুর ঝিনাইগাতী উপজেলা ভুমি অফিস। ছবি : ইউএনএ 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ভুমি অফিসে কর্মকান্ড শুরু হলেও বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ভবন নিয়ে সেবা দিতে পারছে না প্রশাসন। ফলে ভুমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা গ্রহিতারা। জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দুষ্কৃতিকারীরা সন্ধ্যার পর উপজেলা ভুমি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ভুমি অফিসের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

পুড়িয়ে দেওয়া হয় ভুমি অফিসের কাগজপত্রসহ ডিজিটাল ভুমি সেবার অন্তর্ভুক্ত সকল সরঞ্জামাদি। পরবতীতে ভুমি অফিসের কার্যক্রম চালু করা হলেও ভুমি অফিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেবা দিতে পারছে না প্রশাসন। কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। প্রতিদিন সেবা নিতে আসা শতশত সেবা গ্রহিতারা এসে ফেরত যাচ্ছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দা রানী ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভুমি অফিসের যে সব কাগজপত্র পুড়ে দেযা হয়েছে তাতে ভুমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন ভুমি অফিসের যে পরিমানের ক্ষতি হয়েছে তালিকা তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরন করা হয়েছে। এছাড়া অফিস পুড়িয়ে দেওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

শেয়ার করুন