টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

- আপডেট: ১০:১৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / 28
ছবি: সংগৃহীত
মিরপুরে আরও একবার কয়েনভাগ্যকে পাশে পেলেন সিকান্দার রাজা। টানা টস জিতে তৃতীয়বার বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার কোনো দলকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। সেই অভিযানে রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু সকাল ১০টায়।
শেষ ম্যাচে এসে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম সাকিব নেই, তাদের জায়গা নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মাহেদী। মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা নিয়েছেন তানভীর ইসলামের। এই ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে দুই পেসার নিয়ে।
জিম্বাবুয়ের একাদশেও একটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে চোট পাওয়া রিচার্ড এনগারাভাকে সরিয়ে নেওয়া হয়েছে শেইন উইলিয়ামসকে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।