টাঙ্গাইল জেলা সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট: ০৭:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / 16
– টাঙ্গাইল জেলা পুলিশের উদ্দ্যোগে সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : ইউএনএ
টাঙ্গাইল জেলা পুলিশের উদ্দ্যোগে সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বেলা ১১ টায় টাঙ্গাইল জেলা পুলিশ এর আয়োজনে টাঙ্গাইল পুলিশ লাইনস্ এর মাল্টিপারপাস শেডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মো: সাইফুল ইসলাম সানতু ( বিপিএম – সেবা) পুলিশ সুপার, টাঙ্গাইল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামি ফাউন্ডেশন টাঙ্গাইলের উপপরিচালক – মো: আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা দায়রা জজ কোর্টের বিঙ্গ পিপি – মো: শরিফুল ইসলাম রিপন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণত সম্পাদক অ্যাডভোকেট জন জেদরা, টাঙ্গাইল জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি – শ্রী সাধন চন্দ্র চক্রবর্তি, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি – শ্রী চিত্তরঞ্জন সরকার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু, প্রমূখ।
এ সম্পীতি সমাবেশে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন সহ, বিভিন্ন ধর্মের নেত্রীবৃন্দ, টাঙ্গাইল এর বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে শহরের হেলিপ্যাড চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাল্টিপারপাস শেডে এসে শেষ হয়। পরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সকল ধর্মের মানুষ প্লে কার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।