টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেলেন নাহিদ রানা

- আপডেট: ০৯:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / 12
পেসার নাহিদ রানা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে জায়গা পেয়েছেন। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর কোচ ফিল সিমন্স তার অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছিলেন। সিরিজ শুরুর একদিন আগে আনুষ্ঠানিকভাবে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাহিদের পাশাপাশি রিপন মণ্ডলও প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। তিনি আগে এশিয়ান গেমসে খেললেও এটি তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। পেস আক্রমণে তাদের সঙ্গে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ।
১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল এবং নাহিদ রানা।