টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ-ডে সংকট

- আপডেট: ১১:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / 17
ফাইল ছবি
আগামী ২ জুন থেকে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে।
এক বার্তায় আইসিসির জানিয়েছে, ‘আইসিসির সভায় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে।
গত জানুয়ারিতে ঘোষিত সূচি অনুসারে আগামী ১ জুন পর্দা উঠবে ২০ ওভারের বিশ্বকাপের। টুর্নামেন্টের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ২৬ ও ২৭ জুন সেমিফাইনাল। ২৯ জুন ফাইনাল। তিনটি ম্যাচেই থাকছে রিজার্ভ ডে।
কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডেতে গড়ালে জয়ী দল ফাইনাল খেলার জন্য ২৪ ঘণ্টাও সময় পাবে না। সঙ্গে গায়ানা থেকে ফাইনালের ভেন্যু বার্বাডোজে যেতে ৯২৮ কিলোমিটারের পথ বাড়ি দিতে হবে তাদের। অর্থাৎ ভ্রমণ ক্লান্তির ধকলও পোহাতে হবে ফাইনালিস্টদের।
যেটির প্রভাব পড়তে পারে ফাইনালের পারফরম্যান্সে। কাগজে-কলমের হিসেবে দুই সেমিফাইনালের ব্যবধান একদিনের হলেও বাস্তবিক অর্থে ব্যবধান ১৪ ঘণ্টার! অর্থাৎ বাংলাদেশ সময় ২৭ জুন সকাল সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনাল ম্যাচ। রাত সাড়ে ৮টায় গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। ২৯ জুন রাত আটটায় ফাইনাল।
তবে শুধু ফাইনাল খেললে এমন সমস্যা হতো না। ভেন্যু সংক্রান্ত সমস্যাও আছে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ভ্রমণও করতে হবে। তাই ২৪ ঘণ্টারও কম সময়ে ফাইনাল খেলতে হবে।
আগে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি। এর আগে, আইসিসির ইভেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে যথেষ্ট ফাঁকা সময় রাখা হয়েছিল। গেল ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর এবং ১৯ নভেম্বর ফাইনাল হয়েছে।