টি-২০ বিশ্বকাপে সর্বোমোট ১১.২৫ মিলিয়ন ডলার প্রাইজমানি ঘোষণা আইসিসির

- আপডেট: ০৬:১৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
- / 41
টি-২০ বিশ্বকাপ ট্রফি ছবি: সংগৃহীত
ক্রিকেটের ছোট সংস্করণ ও জনপ্রিয়তার শীর্ষে টি-২০ বিশ্বকাপের নবম আসর গত ২ জুন যুক্তরাষ্ট্রে ও ওমানের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে।সাধারনত যেকোনো আসরে টুর্নামেন্ট শুরুর পূর্বে প্রাইজমানি ঘোষণা করে।আইসিসি এবার আসর শুরুর দ্বিতীয় দিনে টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো।তবে এবার দলের সংখ্যা বেশি হওয়ায় প্রাইজমানির পরিমানও বাড়ালো আইসিসি,যা গত আসরের তুলনায় প্রায় দ্বিগুন করা হয়েছে।
এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ কোটি টাকা। আর রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন(প্রায় সাড়ে ১৫ কোটি টাকা)।
তাছাড়াও সেমিফাইনাল থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে ০.৭৯ মিলিয়ন ডলার(প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকা)।
এছাড়াও ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল ২ লাখ ২৫ হাজার ডলার(২ কোটি ৬৪ লাখ টাকা) পাবে।।তাই বাংলাদেশ দলের বর্তমানে যে পার্ফরম্যান্স তারা যদি কোন ম্যাচ জিততে না পারে তাহলে তারাও সর্বনিম্ন ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে।
অর্থাৎ সব মিলিয়ে এবারের বিশ্বকাপে সর্বমোট প্রাইজমানি ১১.২৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকার বেশি।