ডিবির অভিযানে মাদকসহ প্রায় ৪ কোটি টাকার মালামাল উদ্ধার

- আপডেট: ০৬:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / 30
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ গত ১০ মাসে জেলায় অভিযান চালিয়ে মাদক সহ প্রায় ৪ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে।সেই সাথে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নিয়মিত মামলার আসামী সহ ৭৯০ জনকে গ্রেফতার করেছে।
জেলা ডিবি পুলিশ জানায়,ওসি ডিবি হিসেবে দায়িত্ব নেয়ার পর ফারুক হোসেনের নেতৃত্বে জেলায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার ও আটক করা হয়।
সুত্র জানায়,গত ১০ মাসে ডিবি ৯ টি
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং
এসব ঘটনায় জড়িত থাকায় ১৫ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় ১২৭৯ গ্রাম হেরোইন, ১০২২২,প্রায় ৭৭ কেজি গাজা,২৩ বোতল ফেনসিডিল, ১৪৪ বোতল বিদেশি মদ,১০ লিটার দেশী মদ,৩২৯ পিস
ইনজেকশন, শাড়ী ও লেহেঙ্গা ১২০০
পিস,চিনি ১৬০ বস্তা,কম্বল ১০০ পিস,
চা পাতার গুড়া ১০০০ কেজি,স্বর্নের চেইন ১ টি,মোবাইল ১১০ টি,মোটর সাইকেল ৯ টি,অটোরিকশা ৩ টি,
সিএনজি ১ টি,পিকআপ ৩ টি,ট্রাক ২ টি,ভেকুগাড়ী ১ টি,প্রাইভেটকার ১টি,জাল ডলার ৮৫ টি।
এছাড়া উল্লেখিত সময়ে ডিবি পুলিশ
৬ টি চুরি,১ টি ডাকাতি,৩ টি প্রতারনা, ৩ টি অপহরন মামলার রহস্য উদঘাটন সহ মানবতাবিরোধী
অপরাধ মামলায় ১ জনকে আটক করেছে। এ সময় ২২৩ টি মামলার নিস্পত্তি করেছে।