ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব

- আপডেট: ০৮:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 13
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে প্রভাবশালী আন্তর্জাতিক সাময়িকী টাইম ম্যাগাজিন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প তার রাজনৈতিক প্রত্যাবর্তন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও বৈশ্বিক অবস্থানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কারণে এই সম্মাননা পেয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘‘একটি যুগান্তকারী প্রত্যাবর্তন এবং আমেরিকান রাজনীতির পুনর্গঠনে অগ্রণী ভূমিকার জন্য ট্রাম্পকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। তার নেতৃত্বে আমেরিকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত হয়েছে।’’
ম্যাগাজিনটির প্রধান সম্পাদক জানান, ‘‘২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি গণমাধ্যম ও জনমনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন, ভালো বা মন্দ উভয় ক্ষেত্রেই তার প্রভাব ছিল অতুলনীয়।’’
উল্লেখ্য, এটি তার দ্বিতীয়বার এই ধরনের স্বীকৃতি পাওয়া।