ড. ইউনূসই পৃথিবীর একমাত্র নেতা, যার এত যোগ্যতা : রামোস

- আপডেট: ০৯:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / 19
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক সম্মানসূচক ডিগ্রি রয়েছে, যা সত্যিই বিস্ময়কর। এমন একাডেমিক স্বীকৃতি পৃথিবীতে খুব কম মানুষের রয়েছে। তিনি একজন ব্যতিক্রমী নেতা।
এর আগে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে চার দিনের সফরে ঢাকা পৌঁছান জোসে রামোস হোর্তা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ থেকে ১৭ ডিসেম্বর চলমান এই সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হবে। এর মধ্যে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণ চুক্তি এবং ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট স্থাপনের ঘোষণা অন্তর্ভুক্ত।