ঢাকার হারের ধারাবাহিকতায়, খুলনার সহজ জয়

- আপডেট: ০৮:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 28
বিপিএল এর ৩৩তম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিরুদ্ধে ৫ উইকেট ও ২৮ বল হাতে রেখে সহজ জয় পায় খুলনা টাইগার্স।টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া দুর্দান্ত ঢাকা শুরূতে পাওয়ার প্লের ৬ ওভারে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে। এই দিন টুর্নামেন্টে ধারাবাহিক রান পাওয়া মোহাম্মদ নাঈম ৫ রানে আউট হন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ম্যাচে আর দাড়াতে পারেনি ঢাকা। এর ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রানে ইনিংস শেষ হয় ঢাকার।
ঢাকার হয়ে উল্লেখযোগ্য রান করেন অ্যাডাম রসিংটন ১২ বলে ১৮, অ্যালেক্স রস ২৫, ইরফান শুক্কুর ২৫, অধিনায়ক মোসাদ্দেক হোসাইন ২৬ ও শেষ দিকে চাতুরাঈ ডি সিলভা ১১ বলে ১৭ রান করে।খুলনার হয়ে ৩ টি করে উইকেট নেন ওয়েন পার্নেল ও মুকিদুল।
১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে এনামুল হকের উইকেট হারায় খুলনা।
প্রথম ওভারের বিপর্যয় কাটিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান করে খুলনা।
পরবর্তীতে পারভেজ ইমনের ৩০ বলে ৪০ ও শাই হোপের ২৮ বলে ৩২ রানের ইনিংসে ম্যাচের জয়ের অবস্থান তৈরি হয় খুলনার। শেষদিকে আফিফের ২১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসে সহজ জয় পায় খুলনা। ঢাকার হয়ে ২ টি করে উইকেট নেয় শরিফুল ও তাসকিন।এই জয়ে খুলনা ১০ ম্যাচে ১০পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে অবস্থান করছে।আর ঢাকা ১১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে।