০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ঢাকা-জয়দেবপুর রুটে নতুন করে চার জোড়া ট্রেন চালু হলো

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 15

-উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে জয়দেবপুর-ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত

ঢাকা ও গাজীপুরের মধ্যে যাতায়াত সহজ করতে ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হয়েছে। এই ট্রেনগুলো যাত্রীদের দ্রুত ও সাশ্রয়ী ভ্রমণের সুযোগ করে দেবে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর রেলস্টেশনে নতুন ট্রেনগুলো উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিজয় দিবসের প্রাক্কালে এই ট্রেন চালু করা হলো। গাজীপুর থেকে ঢাকায় অফিসগামী মানুষের জন্য এটি বিশেষভাবে উপযোগী। যাত্রীরা এখন অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবেন।অনুষ্ঠানে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ট্রেনগুলো হল: তুরাগ কমিউটার-১, ২, ৩, ৪ এবং জয়দেবপুর কমিউটার-১, ২, ৩, ৪। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে চলবে। উদাহরণস্বরূপ, তুরাগ কমিউটার-১ ভোর ৫টায় ঢাকায় যাত্রা শুরু করে সকাল ৬টায় জয়দেবপুর পৌঁছাবে। অন্যদিকে, জয়দেবপুর কমিউটার-১ ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকায় শুরু হয়ে সকাল ৬টা ২৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

প্রতিটি ট্রেন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে, যার মধ্যে রয়েছে তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী। যাত্রা সহজ করতে সপ্তাহে একটি নির্ধারিত দিন বন্ধ রাখা হবে। তুরাগ কমিউটার শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার শনিবার চলবে না।

টিকিট পাওয়া যাবে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে। ভবিষ্যতে এই রুটে আরও আধুনিক ট্রেন সংযোজন করার পরিকল্পনা রয়েছে।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ঢাকা-জয়দেবপুর রুটে নতুন করে চার জোড়া ট্রেন চালু হলো

আপডেট: ০২:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

-উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে জয়দেবপুর-ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত

ঢাকা ও গাজীপুরের মধ্যে যাতায়াত সহজ করতে ঢাকা-জয়দেবপুর রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হয়েছে। এই ট্রেনগুলো যাত্রীদের দ্রুত ও সাশ্রয়ী ভ্রমণের সুযোগ করে দেবে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর রেলস্টেশনে নতুন ট্রেনগুলো উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিজয় দিবসের প্রাক্কালে এই ট্রেন চালু করা হলো। গাজীপুর থেকে ঢাকায় অফিসগামী মানুষের জন্য এটি বিশেষভাবে উপযোগী। যাত্রীরা এখন অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবেন।অনুষ্ঠানে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ট্রেনগুলো হল: তুরাগ কমিউটার-১, ২, ৩, ৪ এবং জয়দেবপুর কমিউটার-১, ২, ৩, ৪। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে চলবে। উদাহরণস্বরূপ, তুরাগ কমিউটার-১ ভোর ৫টায় ঢাকায় যাত্রা শুরু করে সকাল ৬টায় জয়দেবপুর পৌঁছাবে। অন্যদিকে, জয়দেবপুর কমিউটার-১ ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকায় শুরু হয়ে সকাল ৬টা ২৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

প্রতিটি ট্রেন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে, যার মধ্যে রয়েছে তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী। যাত্রা সহজ করতে সপ্তাহে একটি নির্ধারিত দিন বন্ধ রাখা হবে। তুরাগ কমিউটার শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার শনিবার চলবে না।

টিকিট পাওয়া যাবে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে। ভবিষ্যতে এই রুটে আরও আধুনিক ট্রেন সংযোজন করার পরিকল্পনা রয়েছে।

 

শেয়ার করুন