১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

তাপসের সংগীতভিত্তিক চ্যানেল গান বাংলার সম্প্রচার বন্ধ ঘোষণা।

ইউএনএ নিউস ডেস্ক
  • আপডেট: ১২:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 18

-কৌশিক হোসেন তাপস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গানবাংলার সম্প্রচার বন্ধ হয়ে গেছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিএসসিএলের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির এক বিজ্ঞপ্তিতে জানান, প্রতিষ্ঠানটি স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা বকেয়া রেখেছে। বারবার নোটিশ পাঠানো এবং তাগাদা দেওয়ার পরও এই বকেয়া পরিশোধ না করায় তাদের সম্প্রচার সংযোগ বন্ধ করা হয়েছে।

শাহ আহমেদুল কবির আরও জানান, গানবাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস এবং চেয়ারম্যান ফারজানা মুন্নীর সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেলোয়ার হোসেন রাজা বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন। তবে বকেয়া ফি পরিশোধ ছাড়া সংযোগ চালু করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

বিএসসিএলের পক্ষ থেকে জানানো হয়, বকেয়া ফি পরিশোধ করা হলে গানবাংলার সম্প্রচার পুনরায় চালু করা হবে।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তাপসের সংগীতভিত্তিক চ্যানেল গান বাংলার সম্প্রচার বন্ধ ঘোষণা।

আপডেট: ১২:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

-কৌশিক হোসেন তাপস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গানবাংলার সম্প্রচার বন্ধ হয়ে গেছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিএসসিএলের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির এক বিজ্ঞপ্তিতে জানান, প্রতিষ্ঠানটি স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা বকেয়া রেখেছে। বারবার নোটিশ পাঠানো এবং তাগাদা দেওয়ার পরও এই বকেয়া পরিশোধ না করায় তাদের সম্প্রচার সংযোগ বন্ধ করা হয়েছে।

শাহ আহমেদুল কবির আরও জানান, গানবাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস এবং চেয়ারম্যান ফারজানা মুন্নীর সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেলোয়ার হোসেন রাজা বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন। তবে বকেয়া ফি পরিশোধ ছাড়া সংযোগ চালু করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

বিএসসিএলের পক্ষ থেকে জানানো হয়, বকেয়া ফি পরিশোধ করা হলে গানবাংলার সম্প্রচার পুনরায় চালু করা হবে।

 

শেয়ার করুন