০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

তামিমের প্লেয়ার অব দ্যা ম্যাচের দিনে জয়ের ধারাবাহিকতায় বরিশাল

স্পোর্টস রিপোর্টার
  • আপডেট: ০৯:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / 22

তামিম ইকবাল হাফ সেঞ্চুরি ও সাইফউদ্দিনের শেষ দিকের ঝড়ো ইনিংসে

দুর্দান্ত ঢাকা কে ২৭ রানে পরাজিত করেছে ফরচুন বরিশাল।

ওপেনিংয়ে পাওয়ার প্লে কে কাজে লাগিয়ে  শেহজাদ ও তামিম ইকবাল দ্রুত গতিতে রান তুলতে শুরু করে।শেহজাদ দলীয় ৭৬ রানে আউট হলে সৌম্য কে নিয়ে রানের গতি স্বাভাবিক রাখে তামিম ইকবাল।১৪ তম ওভারে তামিম ৪৫ বলে ৭১ রান করে দলীয় ১২৪ রানের মাথায় ‍আউট হয়ে যান।এরপর মিডেল অর্ডারে ধারাবাহিক ভাবে মাহমুদুল্লাহ,মুশফিক ও মিরাজ আউট হলেও শেষ দিকে সাইফউদ্দিনের ৬ বলে ২৩ রানের ইনিসেং ১৮৭ রানে টার্গেট দেয় ঢাকা কে।ঢাকার হয়ে  ওভারে ৩০ রান দিয়ে আলাউদ্দিন বাবু তিনটি উইকেট পান।এছাড়া তাসকিন দুই  শরিফুল ইসলাম একটি উইকেট নেন।

৮৭ রানের টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট পতন ঘটে ঢাকার। দলীয় ৫০ রানে ৫ উইকেট পড়ে যায় ঢাকার।‌এরপর ধারাবাহিক ভাবে উইকেট পড়লেও একপাশ ধরে ‍রাখে অ্যালেক্স রস।৭ ছয় ও ৫ চারে  

অ্যালেক্স রস ৪৯ বলে ৮৯ রান করেন।নাঈম শেখ,শেন উইলিয়াম, মোসাদ্দেক যথাক্রমে ১০,১২ ও ৮ রানে আউট হন।

বরিশালের হয়ে খালেদ ও সাইফউদ্দিন ৩ করে উইকেট নেন।

এই হারে ঢাকা টেবিলের তলানিতে এবং বরিশাল টেবিলে ৩ নাম্বারে অবস্থান করছে।ā

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তামিমের প্লেয়ার অব দ্যা ম্যাচের দিনে জয়ের ধারাবাহিকতায় বরিশাল

আপডেট: ০৯:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

তামিম ইকবাল হাফ সেঞ্চুরি ও সাইফউদ্দিনের শেষ দিকের ঝড়ো ইনিংসে

দুর্দান্ত ঢাকা কে ২৭ রানে পরাজিত করেছে ফরচুন বরিশাল।

ওপেনিংয়ে পাওয়ার প্লে কে কাজে লাগিয়ে  শেহজাদ ও তামিম ইকবাল দ্রুত গতিতে রান তুলতে শুরু করে।শেহজাদ দলীয় ৭৬ রানে আউট হলে সৌম্য কে নিয়ে রানের গতি স্বাভাবিক রাখে তামিম ইকবাল।১৪ তম ওভারে তামিম ৪৫ বলে ৭১ রান করে দলীয় ১২৪ রানের মাথায় ‍আউট হয়ে যান।এরপর মিডেল অর্ডারে ধারাবাহিক ভাবে মাহমুদুল্লাহ,মুশফিক ও মিরাজ আউট হলেও শেষ দিকে সাইফউদ্দিনের ৬ বলে ২৩ রানের ইনিসেং ১৮৭ রানে টার্গেট দেয় ঢাকা কে।ঢাকার হয়ে  ওভারে ৩০ রান দিয়ে আলাউদ্দিন বাবু তিনটি উইকেট পান।এছাড়া তাসকিন দুই  শরিফুল ইসলাম একটি উইকেট নেন।

৮৭ রানের টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট পতন ঘটে ঢাকার। দলীয় ৫০ রানে ৫ উইকেট পড়ে যায় ঢাকার।‌এরপর ধারাবাহিক ভাবে উইকেট পড়লেও একপাশ ধরে ‍রাখে অ্যালেক্স রস।৭ ছয় ও ৫ চারে  

অ্যালেক্স রস ৪৯ বলে ৮৯ রান করেন।নাঈম শেখ,শেন উইলিয়াম, মোসাদ্দেক যথাক্রমে ১০,১২ ও ৮ রানে আউট হন।

বরিশালের হয়ে খালেদ ও সাইফউদ্দিন ৩ করে উইকেট নেন।

এই হারে ঢাকা টেবিলের তলানিতে এবং বরিশাল টেবিলে ৩ নাম্বারে অবস্থান করছে।ā

শেয়ার করুন