০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

দক্ষিণ লেবাননে বাড়ি-ফেরার বিষয়ে লোকজনকে সতর্কতা ইসরায়েলের

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / 17

– আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ । ছবি :  সংগৃহতি

লেবাননে লোকজনকে বাড়ি-ফেরার বিষয়ে ফের সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চলে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেখানকার বাসিন্দারা।

সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দলে দলে বেসামরিক লোকজন নিজেদের নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। কিন্তু ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজেদের বাড়ি-ঘরে ফিরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত গ্রাম এবং এর আশেপাশের লাইনের দক্ষিণ অংশ যেতে নিষেধ করা হয়েছে।

শেবা, আল-হাব্বারিয়েহ, মারজায়ুন, আরনৌন, ইয়োহমোর, কানতারা, চাকরা, বারাচিত, ইয়াটার এবং আল-মানসুরি এলাকায় লোকজনকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, যারা দক্ষিণাঞ্চলের এই এলাকায় প্রবেশ করবেন তারা নিজেদেরকেই বিপদে ফেলবেন। আদরাই আরও ৬০টির বেশি গ্রামে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদের বাড়ি-ঘরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী আপনাদের ওপর কোনো ধরনের হামলা চালাতে চায় না।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দক্ষিণ লেবাননে বাড়ি-ফেরার বিষয়ে লোকজনকে সতর্কতা ইসরায়েলের

আপডেট: ০৮:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

– আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ । ছবি :  সংগৃহতি

লেবাননে লোকজনকে বাড়ি-ফেরার বিষয়ে ফের সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চলে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেখানকার বাসিন্দারা।

সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দলে দলে বেসামরিক লোকজন নিজেদের নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। কিন্তু ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজেদের বাড়ি-ঘরে ফিরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত গ্রাম এবং এর আশেপাশের লাইনের দক্ষিণ অংশ যেতে নিষেধ করা হয়েছে।

শেবা, আল-হাব্বারিয়েহ, মারজায়ুন, আরনৌন, ইয়োহমোর, কানতারা, চাকরা, বারাচিত, ইয়াটার এবং আল-মানসুরি এলাকায় লোকজনকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, যারা দক্ষিণাঞ্চলের এই এলাকায় প্রবেশ করবেন তারা নিজেদেরকেই বিপদে ফেলবেন। আদরাই আরও ৬০টির বেশি গ্রামে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদের বাড়ি-ঘরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী আপনাদের ওপর কোনো ধরনের হামলা চালাতে চায় না।

শেয়ার করুন