০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

দুই নারীর নাকে খত দেওয়ানো সেই বিএনপি নেতার পদ স্থগিত

ইউএনএ ফেনী প্রতিনিধি
  • আপডেট: ১০:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 7

প্রকৃতি ছবি 

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

রোববার (৪ মে) বিকেলে ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব সচিব আমান উদ্দিন কায়সারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাদের মায়েদের প্রকাশ্যে হেনস্তা করে নাকে খত দেওয়ানোর অভিযোগ রয়েছে ওই নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ মে) রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান এলাকায় সালিশে বৈঠকে শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে দেলোয়ার হোসেন দেলুর দলীয় সব পদ স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ মে রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে সালিশি বৈঠকে নারীর প্রতি অসম্মানজনক ও উদ্ধতপূর্ণ আচরণের অভিযোগে পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর সব পদ স্থগিত করা হলো। বিষয়টি জানিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও ফেনী জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে অনুলিপি দেওয়া হয়েছে।

বিষয়টি মোবাইলে নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল।

এদিকে ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠে দুই কিশোরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ১ মে রাতে সালিশের আয়োজন করেন ভুক্তভোগী জাহাঙ্গীর। সালিশে বিচারকের ভূমিকায় ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু। শালিসে অভিযুক্ত কিশোরদের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যান কিশোররা।

এরপর রাতে কিশোরদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নানাভাবে হেনস্তা করে নাকে খত দেওয়ান বিএনপি নেতা দেলু।

১ মিনিট ৫৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতে বহু লোকজনের সামনে চেয়ারে বসে বিচার করছেন ওই বিএনপি নেতা। হাতে লাঠি নিয়ে দুই কিশোরের মাকে নাকে খত দিতে মাটিতে দাগ দিচ্ছেন তিনি। ভয়ে বাধ্য হয়ে বোরকা পরা দুই নারী মাটিতে লুটে নাকে খত দেন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দুই নারীর নাকে খত দেওয়ানো সেই বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট: ১০:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

প্রকৃতি ছবি 

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

রোববার (৪ মে) বিকেলে ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব সচিব আমান উদ্দিন কায়সারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাদের মায়েদের প্রকাশ্যে হেনস্তা করে নাকে খত দেওয়ানোর অভিযোগ রয়েছে ওই নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ মে) রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান এলাকায় সালিশে বৈঠকে শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে দেলোয়ার হোসেন দেলুর দলীয় সব পদ স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ মে রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে সালিশি বৈঠকে নারীর প্রতি অসম্মানজনক ও উদ্ধতপূর্ণ আচরণের অভিযোগে পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর সব পদ স্থগিত করা হলো। বিষয়টি জানিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও ফেনী জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে অনুলিপি দেওয়া হয়েছে।

বিষয়টি মোবাইলে নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল।

এদিকে ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠে দুই কিশোরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ১ মে রাতে সালিশের আয়োজন করেন ভুক্তভোগী জাহাঙ্গীর। সালিশে বিচারকের ভূমিকায় ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু। শালিসে অভিযুক্ত কিশোরদের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যান কিশোররা।

এরপর রাতে কিশোরদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নানাভাবে হেনস্তা করে নাকে খত দেওয়ান বিএনপি নেতা দেলু।

১ মিনিট ৫৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতে বহু লোকজনের সামনে চেয়ারে বসে বিচার করছেন ওই বিএনপি নেতা। হাতে লাঠি নিয়ে দুই কিশোরের মাকে নাকে খত দিতে মাটিতে দাগ দিচ্ছেন তিনি। ভয়ে বাধ্য হয়ে বোরকা পরা দুই নারী মাটিতে লুটে নাকে খত দেন।

শেয়ার করুন