দুশ্চিন্তায় বিসিবি-বাফুফে

- আপডেট: ০৫:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 1
সংগৃহীত ছবি
ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে উদ্বেগের ছায়া ফেলেছে।
এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও নাহিদ রানার (পেশোয়ার জালমি) নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে ভারতের অরুণাচল প্রদেশে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ যুব দল নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানে অবস্থানরত দুই ক্রিকেটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তারা পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসিরের সঙ্গে সরাসরি কথা বলছেন যাতে রিশাদ ও নাহিদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করা যায়।
পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৮ মে। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। পরিস্থিতির উন্নতি না হলে পাকিস্তানের বদলে সংযুক্ত আরব আমিরাতে পাঁচ ম্যাচের সিরিজ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বিসিবির।
এদিকে বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাদেহী জানিয়েছেন, যেখানে যুদ্ধ শুরু হয়েছে, সেখান থেকে অরুণাচল অনেক দূরে। এখনো কোনো প্রভাব পড়েনি। তবুও আমরা সতর্ক নজর রাখছি,কারণ যুদ্ধ পরিস্থিতি দ্রুত পাল্টাতে পারে।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুক্রবার মালদ্বীপ ও রোববার ভুটানের বিপক্ষে খেলবে।