০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

‘দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, বেনজীর যেকোনো জায়গায় যেতেই পারেন’

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৫:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 15

 সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এন্টিগা ও নিউইয়র্ক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবা‌দিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। – ইউএনএ 

দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের যেকোনো জায়গায় যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ৬ জুন দুদকে তলব করা হয়েছে। কিন্তু তিনি দেশে নেই বলে খবর চাউর হয়েছে। য‌দি তি‌নি দেশে না থেকে থাকেন তবে তার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে কিনা- জানতে চান এক সাংবা‌দিক।

জবাবে হাছান মাহমুদ বলেন, তার দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কোর্টও দেয়নি, দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যেকোনো জায়গায় যেতেই পারেন।

ডয়চে ভেলের তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা মুশকিল। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা প্রতিবেদন করেছে, যাতে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করা যায়।

তিনি বলেন, শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক পাঠানোর জন্য ৩১ মে যে ডেডলাইন ছিল, সেটি বাড়ানোর জন্য আলোচনা চলছে।

শ্রমিক যেতে না পারার পেছনে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‘দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, বেনজীর যেকোনো জায়গায় যেতেই পারেন’

আপডেট: ০৫:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

 সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এন্টিগা ও নিউইয়র্ক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবা‌দিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। – ইউএনএ 

দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের যেকোনো জায়গায় যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ৬ জুন দুদকে তলব করা হয়েছে। কিন্তু তিনি দেশে নেই বলে খবর চাউর হয়েছে। য‌দি তি‌নি দেশে না থেকে থাকেন তবে তার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেবে কিনা- জানতে চান এক সাংবা‌দিক।

জবাবে হাছান মাহমুদ বলেন, তার দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কোর্টও দেয়নি, দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যেকোনো জায়গায় যেতেই পারেন।

ডয়চে ভেলের তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা মুশকিল। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা প্রতিবেদন করেছে, যাতে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করা যায়।

তিনি বলেন, শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক পাঠানোর জন্য ৩১ মে যে ডেডলাইন ছিল, সেটি বাড়ানোর জন্য আলোচনা চলছে।

শ্রমিক যেতে না পারার পেছনে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

 

শেয়ার করুন