দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

- আপডেট: ০৭:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 1
ফাইল ছবি
গত দুদিনের বৃষ্টিতে সারাদেশে তাপমাত্রা কমেছে। মঙ্গলবারও (২৯ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পাবনার ঈশ্বরদীতে।
বুধবার (৩০ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে সেটা কোথাও কম আবার কোথাও বেশি।
মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এখনকার বৃষ্টি বিচ্ছিন্নভাবে সব বিভাগেই হবে। আগামী রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তখন বৃষ্টিপাত অনেকটা কমে যাবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।