দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে বরিশাল

- আপডেট: ১১:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / 16
বিপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের প্রথমে থাকা রংপুর রাইডারস ১ম কোয়ালিফায়ারে কুমিল্লার সাথে হারের পর দ্বিতীয় সুযোগটিও কাজে লাগাতে পারেনি রংপুর। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে হারলো রংপুর।
ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে রংপুরের মেহেদী হাসান ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৮ রানে সাইফুদ্দিনের বলে মুশফিককে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে।একই ওভারে উইকেটে এসে ১ রান করে ফিরে সাকিব।এরপর রনি তালুকদার দলীয় ১৮ রানে ফিরলে, পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রানে প্রাথমিক অবস্থায় বিপর্যস্ত হয় রংপুর।
পরবর্তীতে দলীয় ৪৮ রানে পরপর নিকেলাস পুরান ও নিশাম আউট হলে খাদের কিনারায় পরে যায় রংপুর।নিকোলাস পুরান ৩ ও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করা নিশাম ২২ বলে ২৮ রান করেন।
এরপর মোহাম্মদ নবী ১২ ও সোহান ১৪ রানে আউট হলে বিপর্যস্ত রংপুরের দলীয় স্কোর দাঁড়ায় ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৭ রান।দলের এই অবস্থা থেকে ৮ম উইকেটে ব্যাটিংয়ে এসে বিস্ফোরক ব্যাটিং শুরু করে শামীম পাটোয়ারী।
যেখানে ১০০ পার হতে না পারা রংপুরকে তার অতি দানবীয় ইনিংসের উপর ভর করে ১৪৯ রানের ফাইটিং স্কোর দাঁড় করায় রংপুর। ৫ চার ও ৫ ছয়ে ২৪ বলে ৫৯ রান করে শামীম। বরিশালের হয়ে ফুলার ৩টি, সাইফুদ্দিন ২টি ও ১ টি করে উইকেট নেয় মিরাজ ও মেয়ার্স।
দ্বিতীয় ইনিংসে বরিশাল ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দেখেশোনে খেলছিলেন দু’ওপেনার।দলীয় ২১ ও ২২ রানে পরপর তামিম ও মেহেদী মিরাজের উইকেট তুলে নেয় আবু হায়দার রনি।
তামিম ১০ ও মিরাজ ৮ রান করেন।এরপর মুশফিক ও সৌম্যর ৪৭ রানের জুটি বরিশালকে জয়ের পথ দেখাচ্ছিলো। সৌম্য ২২ রান করে নবী বলে আউট হলে মেয়ার্স কে নিয়ে জুটি গড়েন মুশফিক। পরবর্তীতে দলীয় ১১৯ রানে মেয়ার্স আউট হলে জয় থেকে ৩১ রান দূরে ছিল বরিশাল। মেয়ার্স ৩ ছয় ও ১ চারে ১৫ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন।
পরবর্তীতে মুশফিক ডেভিড মিলারকে সাথে নিয়ে ৯ বল বাকী থাকতে ম্যাচ শেষ করে আসে। মিলার ১৮ বলে ২২ ও মুশফিক ৩৮ বলে ৪৭ রানে অপরাজিত থাকে। রংপুরের হয়ে রনি ২ টি, ১ টি করে উইকেট নেন নবী ও ফারুকী।
এই জয়ে বিপিএলের দশম আসরের ফাইনালে আগামী ১লা মার্চ রাত ৭ টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
এর আগে অঘোষিত সেমিফাইনালে প্রথম এলিমিনেটরে চট্টগ্রামকে পরাজিত করে দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পায় বরিশাল।