০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে এটা আমরা মেনে নেব না : বিএসপি মহাসচিব

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / 73

– জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টি ( বিএসপি )  উদ্যোগে  জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : ইউএনএ

ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নিবো, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মহাসচিব আব্দুল আজিজ সরকার।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টির- বিএসপি উদ্যোগে আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতি কর্তৃক বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল তিনি এ মন্তব্য করেন।

বিএসপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী। প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার।

সমাবেশে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসপি মহাসচিব বলেন, অবিলম্বে এই ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দিবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবেন, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না। আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনভাবেই আপনারা আমাদের উপর আগ্রাসন চালানোর চিন্তাও করবেন না। আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সকল ক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। আপনারা বড় প্রতিবেশী তাই আপনাদের দায়িত্বও বেশি। আমরা আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন এদেশের জনগণ উগ্রতা, হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি।

দেশের দায়িত্বশীলদের প্রতি আহ্ধসঢ়;বান জানিয়ে তিনি বলেন, দেশের দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্ধসঢ়;বান থাকবে কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য। যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোন উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না।

তিনি বলেন ধর্মীয় উগ্রতার কারণে কোনভাবেই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। সমাবেশে মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএসপি ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, মোঃ মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব মোঃ আসলাম হোসাইন,কেন্দ্রীঃয় দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, ভারপ্রাপ্ত আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম অভি, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন,যুব বিষয়ক সম্পাদক মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালি কামরুজ্জামান হারুন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, সৈয়দ মিজানুর রহমান মনির, সহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহআলম,মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল বারী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্ধসঢ়;বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন বতুল, সদস্য সচিব মোহাম্মদ আফসার উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহ্ধসঢ়;বায়ক খলিফা মোহাম্মদ আহসান উল্লাহ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে এটা আমরা মেনে নেব না : বিএসপি মহাসচিব

আপডেট: ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

– জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টি ( বিএসপি )  উদ্যোগে  জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : ইউএনএ

ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নিবো, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মহাসচিব আব্দুল আজিজ সরকার।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টির- বিএসপি উদ্যোগে আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতি কর্তৃক বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল তিনি এ মন্তব্য করেন।

বিএসপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী। প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার।

সমাবেশে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসপি মহাসচিব বলেন, অবিলম্বে এই ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দিবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবেন, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না। আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনভাবেই আপনারা আমাদের উপর আগ্রাসন চালানোর চিন্তাও করবেন না। আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সকল ক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। আপনারা বড় প্রতিবেশী তাই আপনাদের দায়িত্বও বেশি। আমরা আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন এদেশের জনগণ উগ্রতা, হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি।

দেশের দায়িত্বশীলদের প্রতি আহ্ধসঢ়;বান জানিয়ে তিনি বলেন, দেশের দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্ধসঢ়;বান থাকবে কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য। যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোন উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না।

তিনি বলেন ধর্মীয় উগ্রতার কারণে কোনভাবেই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। সমাবেশে মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএসপি ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, মোঃ মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব মোঃ আসলাম হোসাইন,কেন্দ্রীঃয় দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, ভারপ্রাপ্ত আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম অভি, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন,যুব বিষয়ক সম্পাদক মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালি কামরুজ্জামান হারুন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, সৈয়দ মিজানুর রহমান মনির, সহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহআলম,মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল বারী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্ধসঢ়;বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন বতুল, সদস্য সচিব মোহাম্মদ আফসার উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহ্ধসঢ়;বায়ক খলিফা মোহাম্মদ আহসান উল্লাহ।

শেয়ার করুন