০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পেলেন কিলিয়ান এমবাপ্পে

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 13

-ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি সংগৃহীত 

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি সম্প্রতি সুইডেন সফরে ধর্ষণের অভিযোগে সম্মুখীন হয়েছিলেন, সেই মামলায় অব্যাহতি পেয়েছেন।

অক্টোবর মাসে স্টকহোমে এক হোটেল কক্ষে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছিল। তবে তদন্তের পর সুইডিশ প্রসিকিউটররা এই অভিযোগ থেকে মুক্তি দেয়।

প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানিয়েছেন, এমবাপ্পে সম্পর্কে আরও কোনো প্রমাণ পাওয়া যায়নি যা তদন্ত চালিয়ে নেওয়ার পক্ষে শক্তিশালী হতে পারে। তদন্তকালে সন্দেহভাজন হিসেবে এমবাপ্পের নাম এলেও পরবর্তীতে তাকে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে প্রমাণিত হয়নি।

এমবাপ্পের প্রতিনিধি দল এবং তিনি নিজেই এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছিলেন। তদন্ত শেষ হওয়ার পর এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, এমবাপ্পে কোনো ধরনের অপরাধে জড়িত নন।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।

তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পেলেন কিলিয়ান এমবাপ্পে

আপডেট: ০৩:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

-ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি সংগৃহীত 

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি সম্প্রতি সুইডেন সফরে ধর্ষণের অভিযোগে সম্মুখীন হয়েছিলেন, সেই মামলায় অব্যাহতি পেয়েছেন।

অক্টোবর মাসে স্টকহোমে এক হোটেল কক্ষে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছিল। তবে তদন্তের পর সুইডিশ প্রসিকিউটররা এই অভিযোগ থেকে মুক্তি দেয়।

প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানিয়েছেন, এমবাপ্পে সম্পর্কে আরও কোনো প্রমাণ পাওয়া যায়নি যা তদন্ত চালিয়ে নেওয়ার পক্ষে শক্তিশালী হতে পারে। তদন্তকালে সন্দেহভাজন হিসেবে এমবাপ্পের নাম এলেও পরবর্তীতে তাকে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে প্রমাণিত হয়নি।

এমবাপ্পের প্রতিনিধি দল এবং তিনি নিজেই এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছিলেন। তদন্ত শেষ হওয়ার পর এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, এমবাপ্পে কোনো ধরনের অপরাধে জড়িত নন।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।

তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।

শেয়ার করুন