০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

নতুন প্রজন্মের নেতৃত্বে নতুন স্বাধীনতা পেয়েছি : মঈন খান

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০২:৩৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 2

মহানগরী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঈন খান -ছবি : ইউএনএ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আগামীতে দেশ পরিচালনায় তারাই নেতৃত্ব দেবে। তাই সবাইকে দায়িত্ব গ্রহণে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। না হলে সঠিক দায়িত্ব পালন করা সম্ভব হবে না।

বুধবার (১৪ মে) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মহানগরী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। তাই জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে । ছাত্ররা দেশ পরিচালনার কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে ১৮ কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরতে হলে লেখাপড়া করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে সময়কে মূল্য দিয়ে মনোনিবেশ করতে হবে পড়াশুনায়। সাহস করে সত্যি কথা বলতে হবে। জনগণ যাদের দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, সবাইকে দায়িত্ব গ্রহণে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। না হলে দেশ ভুল পথে পরিচালিত হবে বলে উল্লেখ করেন তিনি।

মহানগরী সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ আব্দুল মুকিত টিংকুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক খন্দকার রুহুল, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-আয়োজক নাজমুন নাহার বেবী প্রমুখ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নতুন প্রজন্মের নেতৃত্বে নতুন স্বাধীনতা পেয়েছি : মঈন খান

আপডেট: ০২:৩৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মহানগরী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঈন খান -ছবি : ইউএনএ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আগামীতে দেশ পরিচালনায় তারাই নেতৃত্ব দেবে। তাই সবাইকে দায়িত্ব গ্রহণে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। না হলে সঠিক দায়িত্ব পালন করা সম্ভব হবে না।

বুধবার (১৪ মে) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মহানগরী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। তাই জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে । ছাত্ররা দেশ পরিচালনার কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে ১৮ কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরতে হলে লেখাপড়া করে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে সময়কে মূল্য দিয়ে মনোনিবেশ করতে হবে পড়াশুনায়। সাহস করে সত্যি কথা বলতে হবে। জনগণ যাদের দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, সবাইকে দায়িত্ব গ্রহণে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। না হলে দেশ ভুল পথে পরিচালিত হবে বলে উল্লেখ করেন তিনি।

মহানগরী সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ আব্দুল মুকিত টিংকুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক খন্দকার রুহুল, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-আয়োজক নাজমুন নাহার বেবী প্রমুখ।

শেয়ার করুন