০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

নতুন ব্যবসায় নাম লেখাচ্ছেন মিষ্টি জান্নাত

ইউএনএ বিনোদন ডেস্ক
  • আপডেট: ১২:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 5

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত – ছবি : সংগৃহীত

নতুন ব্যবসা শুরু করার ইচ্ছে প্রকাশ করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি জানান, শিগগিরই বাংলাদেশে উটের দুধ বিক্রি করতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা আমি বাংলাদেশে করতে যাচ্ছি। শিগগিরই লঞ্চ করবো। দুবাই থেকে এই দুধ আমদানি করা হবে। ঈদের আগেও শুরু হতে পারে আবার পরেও হতে পারে।

এ বিষয়ে মিষ্টি আরও বলেন, আমি যেখানেই যাই সবাই জিজ্ঞেস করে উটের দুধের চা কেমন। এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি আমাকে আর হতে হবে না। কারণ তারা নিজেরাই এর স্বাদ কেমন জানতে পারবে।

মিষ্টি জান্নাতকে মাঝেমধ্যেই আরব আমিরাতের দুবাই শহরে দেখা যায়। সামাজিকমাধ্যমে তিনি নিজেও জানান দেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেছিলেন, সেখানে তিনি একটি ক্লিনিক খুলবেন। দাঁতের চিকিৎসার ক্লিনিক। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। এছাড়া একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মিষ্টি জান্নাতের।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। শিগগিরই তার নতুন কাজ আসছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নতুন ব্যবসায় নাম লেখাচ্ছেন মিষ্টি জান্নাত

আপডেট: ১২:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত – ছবি : সংগৃহীত

নতুন ব্যবসা শুরু করার ইচ্ছে প্রকাশ করলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি জানান, শিগগিরই বাংলাদেশে উটের দুধ বিক্রি করতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন, আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা আমি বাংলাদেশে করতে যাচ্ছি। শিগগিরই লঞ্চ করবো। দুবাই থেকে এই দুধ আমদানি করা হবে। ঈদের আগেও শুরু হতে পারে আবার পরেও হতে পারে।

এ বিষয়ে মিষ্টি আরও বলেন, আমি যেখানেই যাই সবাই জিজ্ঞেস করে উটের দুধের চা কেমন। এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি আমাকে আর হতে হবে না। কারণ তারা নিজেরাই এর স্বাদ কেমন জানতে পারবে।

মিষ্টি জান্নাতকে মাঝেমধ্যেই আরব আমিরাতের দুবাই শহরে দেখা যায়। সামাজিকমাধ্যমে তিনি নিজেও জানান দেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমে বলেছিলেন, সেখানে তিনি একটি ক্লিনিক খুলবেন। দাঁতের চিকিৎসার ক্লিনিক। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। এছাড়া একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মিষ্টি জান্নাতের।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। শিগগিরই তার নতুন কাজ আসছে।

শেয়ার করুন