১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্ত আজ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট: ০৫:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / 22

ফাইল ফটো

নারী টি২০ বিশ্বকাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার । আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হবে। বিসিবির পক্ষ থেকে অনলাইন সভায় যুক্ত হবেন সভাপতি নাজমুল হাসান পাপন। কারণ গতকাল পর্যন্ত প্রতিনিধির পরিবর্তন করা হয়নি।

বিসিবি চাইলে বর্তমান পরিচালনা পর্ষদ থেকে একজনকে প্রতিনিধিত্ব করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান সিইও নিজামউদ্দিন চৌধুরী। প্রতিনিধি মনোনয়নের চেয়ে এ মুহূর্তে বিসিবির দৃষ্টি নারী টি২০ বিশ্বকাপের ভেন্যু-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি। বিসিবি ও বাংলাদেশ সফল বিশ্বকাপ আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিলেও আইসিসি অক্টোবরে ঢাকায় বিশ্বকাপ করার ঝুঁকি নেবে না। কারণ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

বিশ্বকাপ নিয়ে বিসিবি সিইও গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘নারী বিশ্বকাপে আমাদের দিক থেকে যে প্রস্তুতি আছে, আমরা আত্মবিশ্বাসী টুর্নামেন্ট আয়োজন করতে পারব। তার পরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে বা কাজ করছে। আপনারা জানেন, এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করার জন্য। পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছি। প্রস্তুতি থেকে সবকিছু। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। কোনোভাবেই বিসিবি বা আইসিসির পক্ষে এটা সমাধানযোগ্য না। সরকার পর্যায়ে যদি উন্নতি হয়, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।

 

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্ত আজ

আপডেট: ০৫:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

ফাইল ফটো

নারী টি২০ বিশ্বকাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার । আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হবে। বিসিবির পক্ষ থেকে অনলাইন সভায় যুক্ত হবেন সভাপতি নাজমুল হাসান পাপন। কারণ গতকাল পর্যন্ত প্রতিনিধির পরিবর্তন করা হয়নি।

বিসিবি চাইলে বর্তমান পরিচালনা পর্ষদ থেকে একজনকে প্রতিনিধিত্ব করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান সিইও নিজামউদ্দিন চৌধুরী। প্রতিনিধি মনোনয়নের চেয়ে এ মুহূর্তে বিসিবির দৃষ্টি নারী টি২০ বিশ্বকাপের ভেন্যু-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি। বিসিবি ও বাংলাদেশ সফল বিশ্বকাপ আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নিলেও আইসিসি অক্টোবরে ঢাকায় বিশ্বকাপ করার ঝুঁকি নেবে না। কারণ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

বিশ্বকাপ নিয়ে বিসিবি সিইও গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘নারী বিশ্বকাপে আমাদের দিক থেকে যে প্রস্তুতি আছে, আমরা আত্মবিশ্বাসী টুর্নামেন্ট আয়োজন করতে পারব। তার পরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে বা কাজ করছে। আপনারা জানেন, এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ সম্পর্কে আলোচনা করার জন্য। পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছি। প্রস্তুতি থেকে সবকিছু। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। কোনোভাবেই বিসিবি বা আইসিসির পক্ষে এটা সমাধানযোগ্য না। সরকার পর্যায়ে যদি উন্নতি হয়, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।

 

 

শেয়ার করুন