নিজ গ্রামে সংবর্ধিত সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল

- আপডেট: ০৯:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / 20
সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাসুদ রানা। ছবি : ইউএনএ
বাংলাদেশ সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সাবেক ছাত্রনেতা এডভোকেট মো.মাসুদ রানাকে সংবর্ধনা জানিয়েছে গ্রামবাসী।
শনিবার (২৬ অক্টোবর)সকাল ১০ টার দিকে টিপ্রা গ্রামবাসীর উদ্যোগে টিপ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউপির টিপ্রা গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম আব্দুল হেলিম’র ছেলে এডভোকেট মো. মাসুদ রানা, বাংলাদেশ সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ার পর প্রথম গ্রামের বাড়িতে গেলে তাকে এই সংবর্ধনা জানায়। এসময় গ্রামবাসী মাসুদ রানাকে ফুল দিয়ে বরণ করে।
টিপ্রা গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মজিবুর রহমান আকন্দ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সংবর্ধিত সাবেক ছাত্রনেতা এডভোকেট মো.মাসুদ রানা। জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক উজ্জামান রাজনের সঞ্চালনা অন্যদের মাঝে বক্তব্য রাখেন অত্র গ্রামের বাসিন্দা ও আঠারবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা আমজাদ হোসেন বাচ্চু, কেন্দুয়া উপজেলা জমিয়তে উলামায়ে’র নেতা মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক কদমশ্রী নেত্রকোনা শাখা ব্যাবস্থাপক মোঃ সাইদুল ইসলাম,ছাত্রদল নেতা,আল আমিন রহমান, আলমগীর হোসেন আপন, প্রমূখ।
সংবর্ধিত এডভোকেট মো.মাসুদ রানা বক্তব্যে বলেন, আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ার পর ঢাকায় কয়েকটি সংবর্ধনা পেয়েছি। আজ গ্রামবাসীর কাছে থেকে যে সম্মান পেয়েছি এটিই আমার জীবনের সেরা সম্মান। আপনাদের সম্মানের কথা সারাজীবন মনে রাখবো। সাবেক এই ছাত্রনেতার বক্তব্যে তার নিজ চোখে দেখা ও স’শরীরে অংশগ্রহণে জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থান স্মৃতিচারণে আবেগাপ্লুত হয় গ্রামবাসী।