০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

নিম্নমানের অ্যান্ড্রয়েড অ্যাপ মুছে ফেললো গুগল

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৫:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 2

সংগৃহীত ছবি

সম্প্রতি অ্যান্ড্রয়েড অ্যাপ মুছে ফেলা নিয়ে বিবৃতি দিয়েছে গুগল। ১৫ লাখ অ্যাপকে একেবারে বিদায় করল এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট। অ্যান্ড্রয়েড অ্যাপগুলিকে সরিয়ে দেওয়ার আগে প্লে স্টোরে সেগুলোর ব্যবহার নিয়ে একটা ছোটখাটো সমীক্ষা চালায় গুগল। সেখানেই বড় আকারের ত্রুটি ধরা পড়ে। সংশ্লিষ্ট অ্যাপগুলো ব্যবহারকারীদের ডিভাইসের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। পাশাপাশি সেগুলো প্লে স্টোরের অনেকটা জায়গা দখল করে রেখেছে বলে বুঝতে পারে গুগল কর্তৃপক্ষ। এরপরই সংশ্লিষ্ট অ্যাপগুলিকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে মোট ১৫ লাখ অ্যান্ড্রয়েড অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অ্যাপগুলিকে নিম্নমানের বলে উল্লেখ করেছে গুগল। তবে সংস্থার তরফে এর কোনও তালিকা প্রকাশ করা হয়নি।

জানা যায়, প্লে স্টোর থেকে আর সেগুলোকে ডাউনলোড করা যাবে না। তালিকায় রয়েছে সরকারি অ্যাপও। বাদ পড়েছে ব্যাঙ্ক বা ইউপিআই লেনদেনের আইকন। গুগল ব্যবহারকারীদের এই সমস্ত প্রশ্নে সরগরম নেটদুনিয়া।

উল্লেখ্য, অ্যাড্রয়েড অ্যাপের ব্যাপারে কিছু দিন ধরে কঠোর নীতি নিয়েছে গুগল। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি এর জন্য নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ অ্যাপ নিম্নমানের হলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পড়বে তার প্রভাব। পাশাপাশি এগুলির মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিম্নমানের অ্যান্ড্রয়েড অ্যাপ মুছে ফেললো গুগল

আপডেট: ০৫:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

সংগৃহীত ছবি

সম্প্রতি অ্যান্ড্রয়েড অ্যাপ মুছে ফেলা নিয়ে বিবৃতি দিয়েছে গুগল। ১৫ লাখ অ্যাপকে একেবারে বিদায় করল এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট। অ্যান্ড্রয়েড অ্যাপগুলিকে সরিয়ে দেওয়ার আগে প্লে স্টোরে সেগুলোর ব্যবহার নিয়ে একটা ছোটখাটো সমীক্ষা চালায় গুগল। সেখানেই বড় আকারের ত্রুটি ধরা পড়ে। সংশ্লিষ্ট অ্যাপগুলো ব্যবহারকারীদের ডিভাইসের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। পাশাপাশি সেগুলো প্লে স্টোরের অনেকটা জায়গা দখল করে রেখেছে বলে বুঝতে পারে গুগল কর্তৃপক্ষ। এরপরই সংশ্লিষ্ট অ্যাপগুলিকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি জানিয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে মোট ১৫ লাখ অ্যান্ড্রয়েড অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অ্যাপগুলিকে নিম্নমানের বলে উল্লেখ করেছে গুগল। তবে সংস্থার তরফে এর কোনও তালিকা প্রকাশ করা হয়নি।

জানা যায়, প্লে স্টোর থেকে আর সেগুলোকে ডাউনলোড করা যাবে না। তালিকায় রয়েছে সরকারি অ্যাপও। বাদ পড়েছে ব্যাঙ্ক বা ইউপিআই লেনদেনের আইকন। গুগল ব্যবহারকারীদের এই সমস্ত প্রশ্নে সরগরম নেটদুনিয়া।

উল্লেখ্য, অ্যাড্রয়েড অ্যাপের ব্যাপারে কিছু দিন ধরে কঠোর নীতি নিয়েছে গুগল। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি এর জন্য নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ অ্যাপ নিম্নমানের হলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পড়বে তার প্রভাব। পাশাপাশি এগুলির মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চুরি যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

 

শেয়ার করুন