পঁচিশে শাকিব

- আপডেট: ০১:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 7
বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান -ছবি : ফাইল ফটো
বাংলা সিনেমায় ২৫ বছর পার করেছেন মেগাস্টার শাকিব খান। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এ ২৬তম আসরে বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি।
এছাড়া তিনি তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কারও পান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
গত শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল থেকে এদিন তারকাদের পদচারণে জমে ওঠে লালগালিচা।
এদিন শাকিব খানের হাতে বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান। এরপর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাকিব খান কথা বলেন নিজের দীর্ঘ ক্যারিয়ার, উত্থান-পতনসহ নানা প্রসঙ্গে।
শাকিব খান বলেন, নিজের চেনা মুখগুলোকেই পালটে যেতে দেখেছি। অবাক হয়েছি, দুঃখিত হয়েছি। ভেবেছি হয়তো এখানেই শেষ। ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যাই, এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো, একটা ট্রাই করে যাই। নাহলে চলে যাব। ছেড়ে দিব চলচ্চিত্র। শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি অনেক।
নিজের খারাপ সময়ের কথা উল্লেখ করে শাকিব খান বলেন, একসময় যখন হতাশ হয়ে যেতাম। ভাবতাম সত্যি হয়তোবা আমাকে দিয়ে আর কিছুই হবে না। আপনাদের হয়তো কারও কারও মনে থাকতে পারে, কিছুদিন আগে কিছু ডিজাস্টারের কারণে আমেরিকা থেকে যখন এসেছি, নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব।