০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

পঞ্চগড়ে বিজয় দিবস উদযাপনে ছাত্রশিবির ও জামায়াতের র‍্যালি

মো. হারুন অর রশিদ,পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট: ১২:০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 21

মহান বিজয় দিবসে উপলক্ষে পঞ্চগড়ে বিজয় র‍্যালির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : ইউএনএ 

মহান বিজয় দিবসের ৫৪ বছর উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে পৃথকভাবে বিজয় র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সার্কিট হাউজ এলাকা থেকে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার আলী, সেক্রেটারি মো. রাশেদ, এবং সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা শহরের জেলা জজ কোর্ট এলাকা থেকে আরেকটি বিজয় র‍্যালি বের করে। র‍্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের নেতৃবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। তাঁরা নতুন একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে এই আয়োজন করতে পারায় দুই র‍্যালিতে প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পঞ্চগড়ে বিজয় দিবস উদযাপনে ছাত্রশিবির ও জামায়াতের র‍্যালি

আপডেট: ১২:০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবসে উপলক্ষে পঞ্চগড়ে বিজয় র‍্যালির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : ইউএনএ 

মহান বিজয় দিবসের ৫৪ বছর উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে পৃথকভাবে বিজয় র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সার্কিট হাউজ এলাকা থেকে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার আলী, সেক্রেটারি মো. রাশেদ, এবং সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা শহরের জেলা জজ কোর্ট এলাকা থেকে আরেকটি বিজয় র‍্যালি বের করে। র‍্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের নেতৃবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। তাঁরা নতুন একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে এই আয়োজন করতে পারায় দুই র‍্যালিতে প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন