পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে

- আপডেট: ১২:৩৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 2
ছবি : সংগৃহীত
রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সাব্বির টাওয়ার নামের একটি এগারো তলা ভবনের শীর্ষ তলায় শনিবার রাত ৮টা ২৫ মিনিটে আগুল লাগে। মুহূর্তেই চারিদিকে দেখা যায় আগুনের লেলিহান শিখা।
হঠাৎ আগুন দেখে নিচে নামতে শুরু করেন ভবনের বাসিন্দারা। পাশের রাস্তায় চলাচলরত মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। আগুনের শব্দ আর কালো ধোঁয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়াবহতা।
সংবাদ পাওয়ার সাত মিনিটের মাথায় রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বহুতল এ ভবনের কয়েকটি ফ্লোরে আবাসিক হোটেল রয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, পুরো ভবনটি বাণিজ্যিক। ভবনের ছাদে ইলেকট্রনিক সামগ্রীর গুদাম। সেখানেই আগুন লাগে।
ভবনের নিরাপত্তা কর্মী জসিম উদ্দিন বলেন, এ ভবনের দোতালায় জাফরান রেস্টুরেন্ট নামে খাবার হোটেল রয়েছে। কোনো আবাসিক হোটেল নেই। প্রতিটি ফ্লোরে বিভিন্ন ধরনের অফিস। যেখানে আগুন লেগেছে সেটা মালিকের ইলেকট্রনিক সামগ্রীর গোডাউন।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভয়াবহ আগুনের সূত্রপাত ভবনের টপ ফ্লোর থেকে হলেও তা নিচতলাগুলোতে ছড়িয়ে পড়ার আগেই সফলভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করছে।