০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

পাকিস্তানের দুটি মসজিদে ভারতের হামলা, নিহত বেড়ে ৮

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 3

পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় -ছবি : সংগৃহীত

পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ পাকিস্তানে অন্তত আটজন নিহত হয়েছে।

এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। ভারতের হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। খবর দ্যা ডনের।

তিনি জিও টিভিকে বলেছেন, আকাশ ও স্থলে পাকিস্তানের জবাব চলছে। দেশটির সরকারি টিভি পিটিভি মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি বলেন, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এ কাপুরুষরা (ভারতীয়রা) তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন। আমরা উপযুক্ত জবাব দেব।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে ৩টার দিকে জানান, পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে তৃতীয়টি ভূপাতিত হওয়ার খবর আসে। যার মধ্যে পাকিস্তান বিমানবাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছে।

ভোর ৪টার দিকে সেনাবাহিনীর মুখপাত্র জানান, এ পর্যন্ত ৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

এরপর ভোর ৫টার পরে প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন।

রয়টার্স জানায়, পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে তিনটি ছিল রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ ভূপাতিত করেছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ভারতীয় বিমানগুলোকে কেবল তখনই লক্ষ্য করে গুলি করা হয় যখন তারা পাকিস্তানে হামলা চালায়।

তবে ভারতের পক্ষ থেকে এই বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি।

এদিকে পিটিভির দাবি, ভারতীয় গণমাধ্যম উন্মত্তের মতো পাকিস্তান বিমানবাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছে এবং মিথ্যা দাবি করছে যে পাকিস্তানের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরো জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পাকিস্তানের দুটি মসজিদে ভারতের হামলা, নিহত বেড়ে ৮

আপডেট: ১২:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় -ছবি : সংগৃহীত

পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ পাকিস্তানে অন্তত আটজন নিহত হয়েছে।

এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। ভারতের হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। খবর দ্যা ডনের।

তিনি জিও টিভিকে বলেছেন, আকাশ ও স্থলে পাকিস্তানের জবাব চলছে। দেশটির সরকারি টিভি পিটিভি মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি বলেন, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এ কাপুরুষরা (ভারতীয়রা) তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন। আমরা উপযুক্ত জবাব দেব।

ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে ৩টার দিকে জানান, পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে তৃতীয়টি ভূপাতিত হওয়ার খবর আসে। যার মধ্যে পাকিস্তান বিমানবাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছে।

ভোর ৪টার দিকে সেনাবাহিনীর মুখপাত্র জানান, এ পর্যন্ত ৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

এরপর ভোর ৫টার পরে প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন।

রয়টার্স জানায়, পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে তিনটি ছিল রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ ভূপাতিত করেছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ভারতীয় বিমানগুলোকে কেবল তখনই লক্ষ্য করে গুলি করা হয় যখন তারা পাকিস্তানে হামলা চালায়।

তবে ভারতের পক্ষ থেকে এই বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি।

এদিকে পিটিভির দাবি, ভারতীয় গণমাধ্যম উন্মত্তের মতো পাকিস্তান বিমানবাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছে এবং মিথ্যা দাবি করছে যে পাকিস্তানের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরো জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।

 

শেয়ার করুন