পাকিস্তানের বিশ্বকাপ দল বেছে নিলেন ওয়াকার ইউনুস

- আপডেট: ০৭:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / 24
ফাইল ছবি
পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুস নিজের পছন্দের ১৫ সদস্যের নাম নির্বাচন করেছেন। ওয়াকার যাদের মনে করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের জন্য। যেখানে ৩ জন অলরাউন্ডার, ২ জন বিশেষায়িত স্পিনার, ৪ জন পেসার রেখেছেন তিনি। বাকিরা ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা করে নিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর বেশি সময় বাকি নেই। ১ জুন যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের আসব। তার আগে আগামী ১ মে-এর মধ্যে আইসিসির কাছে দল জমা দিতে হবে অংশ নিতে যাওয়া সবগুলো ক্রিকেট বোর্ডকে। গতবারের ফাইনালিস্ট পাকিস্তান এবার কেমন দল দেবে সে নিয়ে আগ্রহ আছে সমর্থকদের।
বিশেষ করে অবসর ভেঙে ফেরা দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে বিশ্বকাপ দলে দেখা যাবে কিনা সে নিয়ে হচ্ছে আলোচনা।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক কোচ ওয়াকার ইউনুস নিজের মতো একটি দল তৈরি করেছেন। যেখানে আমির-ইমাদ দুজনকেই রেখেছেন তিনি। পেস বোলিং ইউনিটে আমিরের সঙ্গে রেখেছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে।
ওয়াকার এই দুই ক্রিকেটারকে রেখেছেন নিজেদের পছন্দের তালিকায়। বাবর আজম তো অধিনায়কের দায়িত্ব পালন করবেন। ওপেনিংয়ে তরুণ সাইম আইয়ুব ও ফখর জামান রয়েছেন। উইকেটরক্ষক হিসেবে আছেন মোহাম্মদ রিজওয়ান ও আজম খান। আজম খানের থাকাটা কিছুটা নতুন বিষয় বটে। তবে তাঁকে নিয়ে দলের পরিকল্পনা ছিল বিশ্বকাপ ঘিরে। বর্তমানে কিছুটা চোট পেয়ে মাঠের বাইরে আছেন এই ক্রিকেটার। ব্যাটসম্যান হিসেবে উসমান খানের জায়গা মিলেছে এই স্কোয়াডে।
অলরাউন্ডারের ভূমিকায় যে নামগুলো, তা অনুমান করা যায়। সেখানে ইফতিখার আহমেদ, শাদাব খান ও ইমাদ রয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁদের বোলিং এবং বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং- দুটোই কাজে লাগবে পাকিস্তানের জন্য।
দুইজন বিশেষায়িত স্পিনার; আবরার আহমেদ ও উসামা মীর’কে রেখেছেন এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার। পেসার হিসেবে এই স্কোয়াডে আমির জায়গা করে নিয়েছেন। বাকি ৩ জন; শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ওয়াকার ইউনুসের পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, আজম খান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফ।