পাকিস্তানি রেঞ্জার আটক
পাক-ভারত নিয়ন্ত্রণ রেখায় ফের ভয়াবহ সংঘর্ঘ

- আপডেট: ০২:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 4
ছবি : সংগৃহীত
চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান রেঞ্জারের এক সদস্যকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। রাজস্থানে আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে শনিবার তাকে আটক করা হয়।
এর আগে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে পাকিস্তান রেঞ্জার। গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর থেকে আটক হন ওই বিএসএফ সদস্য। তিনি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে গিয়েছিলেন।
আটক হওয়া পাকিস্তান রেঞ্জারের ওই সদস্যের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বর্তমানে তিনি বিএসএফের রাজস্থান সীমান্ত শাখার হেফাজতে রয়েছেন।
তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা। পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান এখনও পূর্ণম কুমার সাহুকে ধরে রেখেছে। আটক পাকিস্তানি রেঞ্জারকে নিয়ে ভারত কী পদক্ষেপ নেবে তা এখনও পরিষ্কার নয়।
শনিবার দিবাগত মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এ নিয়ে টানা দশম দিনের দুই দেশের বাহিনী এমন সংঘর্ষে জড়াল। এই সংঘর্ষে অবশ্য কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
ভারতের দাবি, বিনা উসকানিতে পাকিস্তানি সেনারা কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর এলাকায় গুলি চালায়। জবাবে ভারতীয় সেনারা পাল্টা হামলা চালায়।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। এর জের ধরে দুই দেশই পাল্টাপাল্টি সিদ্ধান্ত ও পদক্ষেপ নিচ্ছে।